সম্প্রতি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালাপুরে বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়াতে স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে ধারাবাহিকভাবে প্রবাসীদের ভালো সেবা প্রদান করায় ইউএস-বাংলা এয়ারলাইন্সকে সেরা সার্ভিস প্রদানকারী হিসেবে পুরস্কৃত করা হয়েছে।
মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার মুহ. শহীদুল ইসলামের কাছ থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষে অপারেশন ম্যানেজার শহীদুল ইসলাম পুরস্কার গ্রহণ করেন।
এ পুরস্কার প্রাপ্তিতে ভবিষ্যতে ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রবাসীদের সেবা প্রদানে আরও বেশি উৎসাহিত হবে।
উল্লেখ্য, বর্তমানে ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে প্রতিদিন বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
কুয়লালামপুর ছাড়াও ইউএস-বাংলা এয়ারলাইন্স সিঙ্গাপুর, ব্যাংকক, গুয়াংজু, কলকাতা, চেন্নাই, মাস্কাট, দোহা রুটসহ বাংলাদেশের অভ্যন্তরীণ সকল রুটে সুনামের সঙ্গে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
বিডি প্রতিদিন/কালাম