বর্তমানের গতিশীল এনার্জি মার্কেটপ্লেসে প্রতিযোগীতামূলক থাকতে পরিণত গ্যাস টারবাইন ফ্লিটসগুলোতে বিনিয়োগের প্রতিশ্রুতির ধারাবাহিকতায় বৃহত্তর লন্ডনের এনফিল্ড পাওয়ার স্টেশনের ইউটিলিটির জন্য ইউনিপারের সাথে যুক্ত হয়ে জিই (এনওয়াইএসই: জিই) আজ নতুন জিটি২৬ এইচই (হাই এফিসিয়েন্সি) গ্যাস টারবাইন আপগ্রেড লঞ্চ অর্ডারের ঘোষণা করেছে।
জিই-এর নতুন গ্যাস পাওয়ার বিজনেস এর সিইও এন্ড প্রেসিডেন্ট স্কট স্ট্রাজিক বলেন, “ইউনিপারের সাথে যুক্ত হয়ে আমাদের নতুন আপগ্রেড জিটি২৬ এইচই নিয়ে আসতে পেরে আমরা গর্বিত। জিটি২৬ গ্যাস টারবাইন এ এখন পর্যন্ত এটি আমাদের সবেচেয়ে আধুনিক সল্যুশন এবং আমাদের এফ-ক্ল্যাস পোর্টফোলিও এর মধ্যে এটি সবচেয়ে কার্যকরি”। তিনি আরও বলেন, “এটি কেবল ইউনিপার-এর এনফিল্ড পাওয়ার প্ল্যান্টকে আপগ্রেডই করবে না বরং, দীর্ঘ মেয়াদে লাভজনক ও টেকসই করতে গ্রেট ব্রিটেনের মার্কেটে এটির প্রতিযোগিতামূলক অবস্থানকে আরও উন্নত করবে”।
সুনির্দিষ্ট পাওয়ার প্ল্যান্ট চাহিদা পূরণের মাধ্যমে বর্তমানে জিই বিশ্ব্যবাপি গ্রাহকদের উদ্ভাবনী সল্যুশন প্রদান করছে। বাংলাদেশে, ঘোড়াশাল পাওয়ার প্ল্যান্টের ইউনিট ৩ কম্বাইন্ড সাইকেল মোডে জিটি২৬ গ্যাস টারবাইনের একটি সিঙ্গেল ইউনিট এর কাজ প্রক্রিয়াধীন। এটি দেশের প্রথম রি-পাওয়ারিং বিদ্যুৎ প্রকল্প, যেটি ২০১৬ সালে একটি কনসোর্টিয়ামে জিইকে দেওয়া হয়েছিলো। প্রকল্পটি সম্পন্ন হলে জাতীয় গ্রিডে ২০০ MW যোগ করার মাধ্যমে বাংলাদেশের বিদ্যুৎ চাহিদা পূরণ করতে সক্ষম হবে।
কি পারফরমেন্স বেনিফিট ইনক্লুড:
১। কম্বাইন্ড-সাইকেল পাওয়ার প্ল্যান্টগুলোর জন্য উচ্চ-কার্যক্ষমতা
- ২+ শতাংশ বেস লোড বর্ধিত কার্যক্ষমতা, ৪ মিলিয়ন ইউএস ডলার পর্যন্ত বার্ষিক পার ইউনিট ফুয়েল সেভিংস হয়
- পার্ট লোডে ১ শতাংশ পর্যন্ত বর্ধিত কার্যক্ষমতা, এর ফলে ১ মিলিয়ন ইউএস ডলার পর্যন্ত বার্ষিক পার ইউনিট ফুয়েল সেভিংস হয়
২। প্ল্যান্টের আউটপুট ১৫ মেগাওয়াট (MW) থেকে ৫৫ MW পার ইউনিট পর্যন্ত বর্ধিত, এতে রাজস্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে
৩। ৩২,০০০ ঘণ্টা পর্যন্ত এক্সটেন্ডেড ইন্সপেকশন ইন্টারভালস, এতে র্দীর্ঘ-মেয়াদী রক্ষণাবেক্ষণ খরচ কমে
এইচ-ক্লাস প্রযুক্তি উচ্চক্ষমতা পারফরমেন্স নিশ্চিত করে:
জিটি২৬ এইচই আপগ্রেড কার্যক্ষমতা, আউটপুট এবং মেইনটেইন্যান্স ইন্টারভাল এক্সটেনশন্স-এ আরও একধাপ এগিয়ে নেয়। অ্যারোডাইনামিক্স, মেটারিয়াল সাইন্স এবং কমবাসশন ডাইনামিক্স-এ প্রস্তুতকৃত পার্টস ও উদ্ভাবনের মাধ্যমে জিই-এর ফ্ল্যাগশিপ এইচএ গ্যাস টারবাইন থেকে উন্নত প্রযুক্তির মাধ্যমে এটি পরিচালিত হয় যা, ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় ও কার্যক্ষম। জিটি২৬ ফ্রেম-টারবাইন, কম্প্রেসর ও কম্বাসটর-এর প্রতিটি প্রধান উপদানজুড়ে এর প্রযুক্তিগত সাফল্য রয়েছে, টারবাইন পারফরমেন্সকে নতুন মাত্রায় নিতে ফুল-লোড আউটপুট ও ম্যাইনটেইনেন্স ইন্টারভাল বৃদ্ধির সময়ও এটি উল্লেখযোগ্যভাবে ফুয়েল খরচ কমায়।
বিডি প্রতিদিন/হিমেল