ফেনীর সোনাগাজী মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির শ্লীলতাহানি’র প্রতিবাদ এবং ‘নুসরাতের খুনিদের ৯০ দিনের মধ্যে ফাঁসির দাবি’তে এক মানববন্ধন কর্মসূচী পালন করবে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম-বোয়াফ।
আগামীকাল শনিবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বোয়াফ সভাপতি কবীর চৌধুরী তন্ময়।
মানববন্ধনে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি-গোলাম কুদ্দুস, মিডিয়া ব্যক্তিত্ব ও অনলাইন অ্যাক্টিভিষ্ট-অঞ্জন রায়, বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের নির্বাহী সভাপতি-অশোক বড়ুয়া, সাংস্কৃতিক ব্যক্তি মোহাম্মদ ফয়সাল আহসানউল্লাহসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর