বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশনের (বিএসটিআই) পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৫২টি ব্র্যান্ডের পণ্য জব্দ, ধ্বংস ও উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছেন হাই কোর্ট।
হাইকোর্ট কিংবা যথাযথ কর্তৃপক্ষ থেকে পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত স্বপ্ন ওই সব ব্র্যান্ডের পণ্য তার সব আউটলেটে বিক্রি করা বন্ধ রাখছে।
এ ব্যাপারে স্বপ্ন'র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, 'বিএসটিআই পরীক্ষায় ৫২টি ব্রান্ডের পণ্য অকৃতকার্য হওয়ায় হাইকোর্ট- এর নির্দেশ জারি এবং বিএসটিআই এর প্রতিবেদন হাতে পাওয়ার পরেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।
নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য যে কোনো পণ্যের গুণগত মানের ব্যাপারে স্বপ্ন কোনো রকম ঝুঁকি আগেও নেয়নি আর আসছে দিনগুলোতেও নিবে না। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমরা এই ৫২টি ব্র্যান্ডের পণ্য বিক্রি বন্ধ রাখবো। একই সঙ্গে সম্মানিত ক্রেতা সাধারণকে অনুরোধ করবো।
বিডি প্রতিদিন/১৫ মে ২০১৯/আরাফাত