রাজধানীতে শুরু হওয়া বাংলাদেশ বিল্ডকন ইন্টারন্যাশনাল এক্সপোতে কোবেলকো এবং কেইস ব্রান্ডের ভবন নির্মাণ সামগ্রী নিয়ে অংশগ্রহণ করছে এসিআই মটরস।
বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে নির্মাণ খাতের দেশের সবচে বড় প্রদর্শনী বিল্ডকন। এ প্রদর্শনী চলবে শনিবার পর্যন্ত।
প্রদর্শনীতে কোবেলকো ব্রান্ডের এক্সাভেটর এবং কেইস ব্রান্ডের সয়েল কম্প্যাক্টর প্রদর্শন করা হচ্ছে বলে জানিয়েছে এসিআই মটরস।
এসিআই মটরসের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে প্রদর্শনী ঘুরে দেখেন নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস এবং পণ্য উন্নয়ন বিভাগের পরিচালক আসিফ উদ্দিন।
কর্মকর্তারা জানান, দেশজুড়ে উন্নত সেবার মাধ্যমে কবেলকো এবং কেইস ব্রান্ডের যন্ত্রাংশ পৌঁছে দিচ্ছে এসিআই মটরস।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন