নারী স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে ১৯৬৩ সাল থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ওষুধ উৎপাদন ও বিপনন কাজে নিয়োজিত আছে নুভিস্তা ফার্মা লিমিটেড। এই করোনা পরিস্থিতিতে প্রসূতি মায়েদের সুরক্ষার কথা চিন্তা করে নুভিস্তা ফার্মা বাংলাদেশে প্রথমবারের মত প্রস্তুত করেছে ডাইড্রোজেসটেরন ১০ মি.গ্রা. ট্যাবলেট যার নাম ডাইড্রন (Dydron)।
ডাইড্রন (ডাইড্রোজেসটেরন ১০ মি গ্রা) গর্ভপাতরোধে বিশ্বব্যাপী বহূল ব্যবহৃত একটি ওষুধ। সর্বসাধারণের সুবিধার জন্য নুভিস্তা ফার্মা ডাইড্রন এর প্রতিটি ট্যাবলেটের মূল্য ২৫ টাকা নির্ধারণ করেছে, যা বাজারে আমদানিকৃত ওষুধ থেকে ৫ টাকা কম।
এ বিষয়ে অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) সভাপতি অধ্যাপক ডাঃ সামিনা চৌধুরী এই সময়ে নুভিস্তা ফার্মার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেছেন ‘ডাইড্রন (Dydron) দেশের শহরসহ গ্রামাঞ্চলেও যেন সহজলভ্য করা হয়।
তিনি আরও বলেছেন, ওজিএসবি সার্বক্ষণিক নারী স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে টেলিমেডিসিন সেবা দিয়ে যাচ্ছে।
এছাড়াও ওজিএসবির নির্বাচিত সভাপতি অধ্যাপক ডাঃ ফেরদৌসি বেগম বলেছেন ‘গর্ভপাতনিরোধে ডাইড্রোজেসটেরন ওষুধটি বিশেষ বিশেষ ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী’এবং ডাইড্রন (Dydron) এর মূল্য কম হবার কারণে দেশের সাধারণ জনগণ উপকৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ