মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বিভিন্ন জায়গায় খাদ্য সঙ্কটে থাকা প্রবাসী বাংলাদেশিদের মাঝে গত ১০ ও ১১ মে প্রাণ আরএফএল কোম্পানির মালয়েশিয়া পরিবেশক পিনাকল ফুডস (এম) এসডিএন বিএইচডি আর্থিক সহায়তায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এর সার্বিক তত্ত্বাবধানে ছিল বাংলাদেশ প্রেস ক্লাব অব মালয়েশিয়া।
মালয়েশিয়ায় গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া লকডাউন কয়েক ধাপে বাড়িয়ে তা আবারও ৯ জুন পর্যন্ত করা হয়েছে। এই দীর্ঘ লকডাউনের ফলে অনেকেই হয়ে পড়েছে কর্মহীন।
এ বিষয়ে পিনাকল ফুড (এম) এসডিএন বিএইচডি অপারেশন ডাইরেক্টর মো. সেলিম ভুঁইয়া বলেন, গত ২ দিনে প্রায় শতাধিক প্রবাসী ভাইয়ের কাছে নিত্যপ্রয়োজনীয় কিছু খাদ্যসামগ্রী দিয়েছি। আমি জানি এটা বর্তমান চাহিদার চেয়ে অতি সামান্য। আমি আহ্বান করবো বাংলাদেশে এবং মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি বিত্তবানদের এই দুর্দিনে রেমিটেন্স যোদ্ধাদের পাশে দাঁড়ানোর জন্যে।
উপকারভোগী প্রবাসী বাংলাদেশিরা বলেন, আজ এই বিপদের দিনে খাদ্যসামগ্রী পেয়ে যে কত বড় উপকার হয়েছে সেটা আমরা বলে বোঝাতে পারবো না। এই জন্য ধন্যবাদ জানাই প্রাণ কোম্পানিকে।
বিডি প্রতিদিন/ফারজানা