আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর ৩৮ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টায় ভার্চুয়াল ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন আইপিডিসির চেয়ারম্যান মো. আবদুল করিম। এছাড়া ব্র্যাক, আয়েশা আবেদ ফাউন্ডেশন, আরএসএ ক্যাপিটাল লিমিটেড, ব্লুচিপ সিকিউরিটিজ লিমিটেড এবং সরকার কর্তৃক মনোনীত অন্যান্য পরিচালকরাও এতে অংশ নিয়েছিলেন। অন্যান্যদের মধ্যে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মমিনুল ইসলাম, কোম্পানি সচিব সামিউল হাশিম, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ফাহমিদা খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় শেয়ারহোল্ডার দ্বারা ২০১৯ সালের জন্য ১০ শতাংশ নগদ এবং পাঁচ শতাংশ স্টক লভ্যাংশ হিসাবে অনুমোদিত হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল