বাংলাদেশ সরকার প্রণীত সব সুরক্ষা বিধি মেনে গত ১০ মে থেকে পুনরায় খুলেছে বাটা স্টোর। নতুন নিয়মে সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত স্টোরসমূহ খোলা থাকবে। বাটার প্রতিটি স্টোরকর্মী ও আগত ক্রেতাদের স্বাস্থ্য ও নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে স্টোরগুলোয় শপিংয়ের নিরাপদ পরিবেশ বজায় রাখার পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এর মধ্যে রয়েছে- সীমিত সময় স্টোর খোলা রাখা, নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখা, পরিচ্ছন্নতা ও স্যানিটাইজেশনের পর্যাপ্ত ব্যবস্থা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও তাপমাত্রা পরিমাপের ব্যবস্থা, সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ এবং মাস্ক ও হ্যান্ড-গ্লাভসের ব্যবহার।
বাটা বাংলাদেশের হেড অব মার্কেটিং ইফতেখার মালিক বলেন, এ পরিস্থিতিতে বাটার উপর আস্থা রাখার জন্য আমাদের সব ক্রেতাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আপনার নিরাপদ শপিং নিশ্চিত করতে আমরা সবসময়ই সতর্ক। বাটার নতুন সব ডিজাইনের সঙ্গে, আশা করি আপনার ঈদ শপিং হবে আরো আনন্দময়।
বিডি-প্রতিদিন/শফিক