সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ৪০তম বার্ষিক সাধারন সভা বুধবার ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড-এর চেয়ারম্যান ডঃ ফাতিহ কামাল এবিচলিওলু সভার সভাপতিত্ব করেন।
সভায় উপস্থিত শেয়ার হোল্ডারগণ ২০১৯ সালের জন্য ৭৭% নগদ লভ্যাংশ এবং অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা হতে ২৫০ কোটি টাকায় বৃদ্ধির অনুমোদন করেন।
চেয়ারম্যান তার বক্তব্যে জানান যে, ২০১৯ সাল ছিল বিক্রয় এবং মুনাফার প্রেক্ষিতে সাফল্যের বছর এবং ফলাফল ছিল বিনিয়োগকারীদের জন্য সন্তোষজনক। ২০১৯ সালে বিক্রয় ১৪.২% বৃদ্ধি পেয়ে ১৫.৫ বিলিয়ন টাকায় উন্নীত হয়েছে। কর পরবর্তী মুনাফা ১২% বৃদ্ধি পেয়ে ১ বিলিয়ন টাকায় উন্নীত হয়েছে এবং সেই সাথে শেয়ারপ্রতি আয় বৃদ্ধি পেয়ে ১০.৪ টাকায় উন্নীত হয়েছে।
প্রথমবারের মতো সিঙ্গারের এজিএম কোভিড-১৯ মহামারির কারনে ডিজিটাল ফরম্যাটে অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যান সদস্যগণকে ডিজিটাল ফরম্যাটে অনুষ্ঠিত এজিএম-এ অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান।
উল্লেখযোগ্য সংখ্যক সদস্যগণ সভায় অংশগ্রহণ করেন। তারা কোম্পানীর ভালো ফলাফলের জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং কোম্পানীর সমৃদ্ধির জন্য কিছু পরামর্শ প্রদান করেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ