তারকাদের স্মৃতিবিজড়িত বা প্রিয় বস্তু ও ব্যবহারসামগ্রী নিয়ে অনলাইন নিলাম আয়োজনকারী প্রতিষ্ঠান ‘অকশন ফর অ্যাকশন’-এর উদ্যোগে গত ১৬ মে থেকে নিলামে ছিল মাশরাফি বিন মুর্তজার প্রায় পুরো ক্যারিয়ায়ের সাক্ষী তার ব্রেসলেটটি। গত কয়েকদিনে বিভিন্ন অঙ্গনের তারকার ব্যবহারসামগ্রী নিলামে তোলে অলাভজনক প্রতিষ্ঠানটি এবং প্রাপ্ত অর্থ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোকে অনুদান হিসেবে প্রদান করা হয় করোনার ফলে দারিদ্রপীড়িত মানুষের সহায়তায়।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়ক মাশরাফি তার সুদীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারের প্রায় বেশিরভাগ সময় পড়েছেন এই ব্রেসলেট। মাশরাফির সাথে সাথে তাই বাংলাদেশের ক্রিকেটেরও উত্থান-পতন আর নানা স্মৃতির সঙ্গী এই ব্রেসলেট।
গত শনিবার থেকে শুরু হওয়া নিলামের শেষ পর্ব সরাসরি অনুষ্ঠিত হয় রবিবার রাত ১১.৩০ টায় নিলাম আয়োজক প্রতিষ্ঠানের ফেইসবুক পেইজ থেকে। লাইভে এসে কমেন্ট প্রদানের মাধ্যমে ও পেইজে মেসেজ পাঠানোর মাধ্যমে আগ্রহীরা মূল্য বলার সুযোগ পান। দেশ-বিদেশ থেকে অসংখ্য মানুষ নিলামে অংশ নেন। প্রায় এক ঘন্টার নিলাম শেষে ব্রেসলেটটি জিতে নেয় অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানসমূহের সংগঠন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশন (বিএলএফসিএ)। বিএলএফসিএ-এর পক্ষে সংগঠনটির চেয়ারম্যান এবং একই সাথে আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মমিনুল ইসলাম লাইভে এসে এটি নিশ্চিত করেন।
ব্রেসলেটটির সর্বনিম্ন মূল্য ধার্য করা হয় ৫ লাখ টাকা। বিএলএফসিএ ব্রেসলেটটি জিতে নেয় ৪০ লাখ টাকা ঘোষণা করে এবং এর সাথে আইপিডিসি ফাইন্যান্স আরও ২ লক্ষ টাকা দেওয়ায় তা বিক্রয় হয় ৪২ লাখ টাকায়। এসময় মমিনুল ইসলাম ব্রেসলেটটি আবার মাশরাফির কাছেই উপহার হিসেবে ফিরিয়ে দেওয়ারও ঘোষণা দেন।
তিনি বলেন, “ব্রেসলেটটি মাশরাফির দীর্ঘদিনের সঙ্গী। দেশের প্রতি তার অবদানের প্রতি সম্মান দেখিয়ে আমরা এটি আবার তার কাছেই ফিরিয়ে দিতে চাই। করোনা পরিস্থিতি থেকে দেশ বের হয়ে আসলে আমরা একটা বড় আয়োজনের মধ্য দিয়ে এটি তার কাছে উপহার হিসেবে ফিরিয়ে দিতে চাই।”
করোনা দুর্যোগের কারণে দারিদ্র্যে আক্রান্ত জনগোষ্ঠীর সাহায্যার্থে এই অর্থ প্রদান করা হবে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনকে। লাইভ ভিডিওতে দর্শকদের জন্য চমক হিসেবে হাজির হন আরেক ক্রিকেটার তামিম ইকবাল। লাইভ অনুষ্ঠানে আরও উপস্থিত হন গ্রামীনফোন লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান।
সাহায্যের জন্য নিলাম আয়োজন বাংলাদেশে বেশ নতুন একটি ধারণা। ধারণাটি দেশে চালু করার জন্য মূলত কাজ করেন ফটোগ্রাফার প্রীত রেজা এবং সমাজসেবক আরিফ আর হোসেন। এর আগে বিভিন্ন অঙ্গনের তারকারা করোনায় দারিদ্রপীড়িতদের সাহায্যে তাদের ব্যবহার সামগ্রী ‘অকশন ফর অ্যাকশন’ এর মাধ্যমে নিলামে তোলেন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ