‘বিজলী ক্যাবলসের’ পণ্য পরিবেশনের সাথে সংশ্লিষ্ট পরিবেশকদের নিয়ে হবিগঞ্জের দ্যা প্যালেস লাক্সারি রিসোর্টে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার অনুষ্ঠিত এ সম্মেলনে শীর্ষ দশ পরিবেশককে পুরস্কৃত করা হয়।
আজ বৃহস্পতিবার প্রাণ-আরএফএল গ্রুপের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সেখানে বলা হয়েছে, বার্ষিক সম্মেলন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী, আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল, বিজলী ক্যাবলস এর নির্বাহী পরিচালক এএসএম হাসান নাসির, জেনারেল ম্যানেজার (বিপণন) মাহবুবুল ওয়াহিদ, জেনারেল ম্যানেজার (বিক্রয়) মোস্তাফিজুর রহমানসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর