সাউথইস্ট ইউনিভার্সিটি ৩য় IEEE কনফারেন্স অন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ফর হেলথ ২০২৪ (BECITHCON ২০২৪) আয়োজন করেছে । সম্মেলনটি ২৮-২৯ নভেম্বর ২০২৪-এ সাউথইস্ট ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়।
এটি যৌথভাবে আয়োজন করে আইইইই বাংলাদেশ সেকশন (IEEE BDS) এবং আইইইই ইঞ্জিনিয়ারিং ইন মেডিসিন অ্যান্ড বায়োলজি সোসাইটি (EMBS), বাংলাদেশ চ্যাপ্টার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। কনফারেন্সটিতে জেনারেল চেয়ার ছিলেন বুয়েটের অধ্যাপক ড. সেলিয়া শাহনাজ এবং সাউথইস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন। টেকনিক্যাল প্রোগ্রাম চেয়ার ছিলেন বুয়েটের অধ্যাপক ড. শেখ এ. ফাত্তাহ এবং অর্গানাইজিং চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন চুয়েটের অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক।
বিডি প্রতিদিন/নাজমুল