ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুন হত্যা মামলার পুনর্বিচার (রিভিশন ট্রায়াল) প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল বেলা ১১টা নাগাদ পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা থেকে ৬ কিলোমিটার দূরে সোনারিতে ১৮১ নম্বর বিএসএফের কেন্দ্রীয় ব্যাটালিয়নের বিশেষ আদালতে এ বিচারকাজ শুরু হয়। তবে অত্যন্ত গোপনীয়তার সঙ্গেই সম্পন্ন হয়েছে ফেলানী হত্যার পুনর্বিচারের প্রথম দিন। বিচার প্রক্রিয়াকে ঘিরে বিশেষ আদালতের বাইরে ছিল কঠোর নিরাপত্তা। গণমাধ্যমকর্মীদের পাশাপাশি আশপাশের গ্রামগুলোর বাসিন্দাদের যাতায়াতের ওপরও ছিল কড়া নজরদারি।
বিএসএফের ডিআইজি (কোচবিহার সেক্টর) ডি এস সান্ধা বাংলাদেশ প্রতিদিনকে মুঠোফোনে বলেন, আজ (গতকাল) থেকেই এ মামলার পুনর্বিচার শুরু হয়েছে। তবে পুরো বিষয়টি আদালতের বিচারাধীন বলে আর কোনো মন্তব্য করতে চাননি তিনি। এদিকে অন্য একটি সূত্রে খবর, প্রথম দিনই অভিযুক্ত বিএসএফ জওয়ান অমিয় ঘোষের জবানবন্দি নেওয়া হয়েছে। জবানবন্দিতে ওই দিনের ঘটনার বিস্তারিত ব্যাখ্যাও দিয়েছেন এই কনস্টেবল। যদিও এদিন হাজির ছিলেন না ফেলানীর পরিবারের কোনো সদস্য। তবে বিচারের সাক্ষ্য দিতে পরে ভারতে উপস্থিত থাকতে পারেন ফেলানীর বাবা নুরুল ইসলাম, মামা হানিফ আলী, কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্রাহাম লিংকন ও কুড়িগ্রাম ৪৫ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ। উল্লেখ্য, ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে কিশোরী ফেলানীকে গুলি করে হত্যা করেন বিএসএফ ১৮১ ব্যাটালিয়নের চৌধুরীহাট ক্যাম্পের এক সদস্য। বিএসএফ গুলিতে মৃত্যুর পর ফেলানীর লাশ দীর্ঘ সময় কাঁটাতারে ঝুলে থাকে। ঝুলে থাকা দেহের ছবি সে সময় বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে ছাপা হলে দেশ-বিদেশে মানবাধিকার সংস্থাগুলো এর তীব্র সমালোচনা করে। বাংলাদেশ সরকারও তীব্র ভাষায় প্রতিবাদ জানিয়ে এ ঘটনায় ন্যায়বিচার দাবি করে ভারতের কাছে। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ১৩ আগস্ট ফেলানী হত্যা ঘটনার বিচার প্রক্রিয়া শুরু হয়। বিএসএফ আইন অনুযায়ী জেনারেল সিকিউরিটি ফোর্স কোর্টে কনস্টেবল অমিয় ঘোষের বিচার হয়। অভিযুক্ত জওয়ানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ নম্বর ধারা (অনিচ্ছাকৃত খুন) এবং বিএসএফ আইনের ১৪৬ ধারায় অভিযোগ আনা হয়েছিল। গত বছরের ৫ সেপ্টেম্বর ওই আদালত উপযুক্ত প্রমাণ না পাওয়ায় অমিয় ঘোষকে ‘নির্দোষ’ বলে সাব্যস্ত করেন। এ রায়ে বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। পরে ভারতীয় হাইকমিশানরের মাধ্যমে ভারত সরকারের কাছে মামলার পুনর্বিচারের আবেদন করেন ফেলানীর বাবা ও বিভিন্ন মানবাধিকার সংস্থা। গত আগস্টে দিল্লিতে অনুষ্ঠিত বিএসএফ-বিজিবি মহাপরিচালক পর্যায়ের বৈঠকেও বিজিবির তরফে এ মামলার বিচার প্রক্রিয়া দ্রুত শুরু করার আর্জি জানানো হয়। তারই পরিপ্রেক্ষিতে এ পুনর্বিচার শুরু হলো।
শিরোনাম
- ডিপজলের বিরুদ্ধে মামলা
- টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
- নোয়াখালীতে মুষলধারে বৃষ্টি, দুর্ভোগ চরমে
- এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা, যেভাবে জানবেন
- আজ থেকে চালু হচ্ছে ‘পাঠাও পে’
- পক্ষপাতদুষ্ট বিদেশি পর্যবেক্ষকদের এবার অনুমোদন নয়: সিইসি
- নতুন ফিচার যুক্ত করলো হোয়াটসঅ্যাপ
- টাঙ্গাইলে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি
- মোবাইল সিমের বিষয়ে বিটিআরসির নতুন সিদ্ধান্ত
- হ্যাক হয় বেশি কোন ধরনের পাসওয়ার্ড?
- ফেনীতে ভারী বর্ষণ, মুহুরীর পাড়ে ভাঙন, শহরে জলাবদ্ধতা
- ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারে মনোনয়নের সুপারিশ নেতানিয়াহুর
- চশমার কাচ পরিষ্কার করবেন যেভাবে
- লেবুর খোসার যত গুণ
- জিম্বাবুয়ে সফরে নেই উইলিয়ামসন, খেলবেন ইংল্যান্ডের লিগে
- বিএনপি মহাসচিবের সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে সিরিয়ার এইচটিএসকে বাদ দিচ্ছে যুক্তরাষ্ট্র
- আইসিসির মাসসেরার দৌড়ে রাবাদা-মার্করামের সঙ্গে নিসাঙ্কা
- পাকিস্তানে বৃষ্টি-বন্যায় ১৯ জনের প্রাণহানি
- গাজায় হামলা চালাতে গিয়ে পুঁতে রাখা বোমায় ৫ ইসরায়েলি সেনা নিহত
অবশেষে ভারতের আদালতে ফেলানী হত্যার পুনর্বিচার শুরু
দীপক দেবনাথ, কলকাতা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

টানা ২ বছর ক্ষেপণাস্ত্র ছুড়লেও মজুদ শেষ হবে না, হুঁশিয়ারি ইরানি কমান্ডারের
৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গাজা গণহত্যায় অংশগ্রহণকারী ইসরায়েলি সেনার আত্মহত্যা; ‘শুধুই লাশের গন্ধ পেতেন’
৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশসহ ১৪ দেশে শুল্কের সময়সীমা ‘চূড়ান্ত নয়’, দর-কষাকষির ইঙ্গিত ট্রাম্পের
৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম