বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৪ ০০:০০ টা

তাড়াশে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা

তাড়াশে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা

সিরাজগঞ্জের তাড়াশে যৌতুকের দাবিতে আলেয়া খাতুন (২২) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।নিহত আলেয়া ওই এলাকার আতাহার আলীর স্ত্রী ও একই এলাকার আলম আকন্দের মেয়ে।

নিহতের ভাই স্থানীয় সাংবাদিক আশরাফুল ইসলাম রনি জানান, প্রায় নয় বছর আগে একই এলাকার আতাহার আলীর সঙ্গে বোন আলেয়া খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে মাঝে মধ্যেই সে শ্বশুর বাড়িতে টাকা দাবি করতো। এ পর্যন্ত তাকে প্রায় ৫০ লক্ষ টাকা দেয়া হয়েছে। সম্প্রতি আবারও টাকার জন্য তার বোনকে বাড়িতে পাঠায়। গতকাল বুধবার দুপুরে টাকা ছাড়া আলেয়া স্বামীর বাড়িতে গেলে ক্ষুব্ধ স্বামী তাকে বেধড়ক মারপিট করে। এক পর্যায়ে আলেয়া মারা গেলে গলায় ওড়না পেঁচিয়ে বিষয়টি আত্মহত্যা হিসাবে প্রচার চালানো হয়। আলেয়ার ২ মেয়ে ও ১টি ছেলে রয়েছে।

তাড়াশ থানার ওসি (তদন্ত) মাহবুবুল আলম জানান, রাতে লাশ উদ্ধারের পর ময়না তদনে্তর জন্য বৃহস্পতিবার দুপুরে লাশ হাপসাতালে পাঠানো হয়েছে। এঘটনায় নিহতের চাচাতো ভাই আশরাফুল ইসলাম রনি বাদি হয়ে ইউডি মামলা করেছেন। ময়নাতদন্তে হত্যার বিষয়টি নিশ্চিত হলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর