রবিবার, ২৬ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

প্রাণ ফিরে পেল বন্যহাতি

প্রাণ ফিরে পেল বন্যহাতি

সম্প্রতি রাঙামাটির কাপ্তাই হ্রদে অর্ধডুবো অবস্থা্য় পাওয়া যায় একটি বন্যহাতি। খবর পেয়ে হ্রদ থেকে হাতিটি উদ্ধার করেন কাপ্তাই উপজেলা বন বিভাগের লোকজন। উদ্ধারের সময় হাতিটি ছিল অসুস্থ। তবে সঠিক চিকিৎসায় প্রাণ ফিরে পেয়েছে সে। বন বিভাগ সূত্র জানায়, ২২ অক্টোবর হ্রদে অর্ধডুবো অবস্থায় একটি বন্যহাতি দেখতে পান প্রহরীরা। প্রথমে হাতিটিকে তারা মৃত মনে করেছিলেন। কিন্তু কাছাকাছি গিয়ে দেখেন বেঁচে আছে। বেঁচে থাকলেও হাতিটি ছিল অচেতন। সঙ্গে সঙ্গে স্থানীয় পশু চিকিৎসকরা হাতিটিকে ইঞ্জেকশন ও প্রয়োজনীয় ওষুধ দেন। চিকিৎসকরা চেষ্টা করছেন হাতিটিকে পুরোপুরি সুস্থ্য করার।

 

 

সর্বশেষ খবর