রবিবার, ২৬ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

এক পলক

বগুড়া আওয়ামী লীগের সম্মেলন ১০ ডিসেম্বর

বগুড়া জেলা আওয়মী লীগের নির্বাহী কমিটির বর্ধিতসভা শনিবার সকাল ১১টায় বগুড়া চেম্বার ভবনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন। সভায় বলা হয় আগামী ১০ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

বক্তব্য দেন মজিবুর রহমান মজনু, আমান উল্লাহ খান, ডা. মকবুল হোসেন, অ্যাড মকবুল হোসেন মকুল প্রমুখ।

- নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বাধার মুখে বিএনপি নেতা

গোপালগঞ্জে একটি স্মরণসভায় যোগ দিতে গিয়ে উত্তেজিত জনতার বাধার মুখে পড়ে ফিরে যেতে হল গোপালগঞ্জ বিএনপির সাবেক সভাপতি এমএইচ খান মঞ্জুকে। গতকাল সদর উপজেলার বৌলতলী হাইস্কুল মাঠে ওই স্কুলের প্রতিষ্ঠাতা ও শিক্ষক পুলিন বিহারীর ভাস্কর্য উদ্বোধন ও স্মরণসভায় যোগ দিতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। এ সময় হামলার শিকার হন স্মরণসভার আয়োজক স্বপন বিশ্বাস ও বৌলতলী ইউনিয়ন বিএনপির সভাপতি বাসুদেব বিশ্বাস।

- গোপালগঞ্জ প্রতিনিধি

নেত্রকোনায় বিএনপির সম্মেলন

দীর্ঘ ১২ বছর পর নেত্রকোনা জেলা বিএনপির সম্মেলন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। বার বার কমিটি বদলের পর অবশেষে দলের চেয়ারপারসনের নির্দেশে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বর্তমান আহ্বায়কের বাড়ির সামনে চকপাড়া মাঠে বেলা ১২টায় সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন, নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সভাপতি আশরাফ উদ্দিন খান। প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ।

- নেত্রকোনা প্রতিনিধি

সাংবাদিকদের মৌনমিছিল

চুয়াডাঙ্গা প্রেসক্লাবে হামলা ও ভাঙচুর ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার দাবিতে মৌনমিছিল ও পুলিশ সুপারের কার্যালয় চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেছেন চুয়াডাঙ্গার সাংবাদিকরা। শনিবার দুপুর ১টার দিকে প্রেসক্লাব থেকে সাংবাদিকদের এক মৌনমিছিল পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে শেষ হয়। প্রসঙ্গত, বৃহস্পতিবার যুবলীগের দুটি গ্রুপ বিরোধের জের ধরে একপক্ষ শহরে সশস্ত্র মিছিল করার সময় একদল অস্ত্রধারী প্রেসক্লাবে ঢুকে ভাঙচুর এবং চার সাংবাদিককে মেরে জখম করে।

- চুয়াডাঙ্গা প্রতিনিধি

যুব মহিলা লীগ

লক্ষ্মীপুর জেলা যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার দুপুরে স্থানীয় জেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক আশ্রাফুন্নেছা পারুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি নাজমা আক্তার। যুব মহিলা লীগের সাবেক জেলা সভাপতি ফরিদা ইয়াছমিন লিকার সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল। এ সময় উপস্থিত ছিলেন এম আলাউদ্দিন, মিজানুর রহিম, নুর উদ্দিন চৌধুরী নয়ন, এ কে এম সালাহ উদ্দিন টিপু প্রমুখ।

- লক্ষ্মীপুর প্রতিনিধি

মানিকগঞ্জ উদীচীর

মানিকগঞ্জ উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সংসদের দুই দিনব্যাপী ১১তম সম্মেলনের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন উদীচীর কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী। প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, উদীচী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রবীর সরকার, সাংগঠনিক সম্পাদক সংগীতা ইমাম, অভিনেতা আজাদ আবুল কালাম প্রমুখ। অনুষ্ঠান শেষে শহরে র্যালি বের করা হয়। সংগঠন ও সংস্কৃতিতে অবদান রাখায় মানিকগঞ্জের ৯ জনকে সম্মাননা দেওয়া হয়।

- মানিকগঞ্জ প্রতিনিধি

স্কুলছাত্র হত্যার বিচার দাবি

কিশোরগঞ্জের নিকলীতে নবম শ্রেণির ছাত্র তারেক হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে এলাকাবাসী সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে। শনিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নিকলী-ধারিশ্বর সড়কে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে ধারিশ্বর ও কামালপুর গ্রামের হাজারো নারী-পুরুষ অংশগ্রহণ করেন। পরে সংসদ সদস্যের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হয়।

- কিশোরগঞ্জ প্রতিনিধি


আলোচনা সভা
নারায়নগঞ্জের রূপগঞ্জ  উপজেলার রূপসী এলাকায় শনিবার বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন দলের কেন্দ ীয় সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাড. তৈমূর আলম খন্দকার, মোশারফ হোসেন, মাহাবুবুর রহমান মাহাবুব, আব্দুল কাইয়ুম প্রধান, মুন্সী সামসুর রহমান খান বেনু, আলাউদ্দিন, মাহাবুব আলী, রাজু হাসান আলেক, উজ্জল হোসেন, ডা. শাহীন, মোহাম্মদ আলী মেম্বার, আব্দুল মালেক, শাহীনা আক্তার রেহেনা প্রমুখ। সভায় তৈমূর আলম সম্মিলিত ইসলামী দলসমূহের ডাকা আজকের হরতাল শান্তিপূর্ণভাবে পালনের আহবান জানান।
- রূপগঞ্জ প্রতিনিধি

সর্বশেষ খবর