কোথায় এখন?
আবৃত্তির অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত রয়েছি। বর্তমানে ভয়েজ দিচ্ছি। এখন আমি হুমায়ূন স্যারের কবি উপন্যাসের একটি কবিতায় ভয়েজ দিচ্ছি। অ্যালবামটির ভয়েজ দেওয়ার কাজ প্রায় শেষ। এখন কবিতাগুলোতে মিউজিক বসানোর কাজ হবে। আশা করছি, বইমেলায় অ্যালবামটি প্রকাশ করব। নতুন একটা কিছু করার আনন্দে ভাসছি বলতে পারেন। সবকিছু প্রায় গুছিয়ে এনেছি তো, তাই আনন্দটা একটু বেশি।
অ্যালবামে কার কার কবিতা থাকছে?
এতে থাকছে মোট ১৫টি কবিতা। থাকছে রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, শামসুর রাহমান, আল মাহমুদ, নির্মলেন্দু গুণ, শক্তি চট্টপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, সেলিম আল দীন ও হুমায়ূন আহমেদের কবিতা। একেকটা কবিতা একেক স্বাদের। আমি আশা করছি, সবার ভালো লাগবে।
হঠাৎ করে কবিতার অ্যালবাম প্রকাশ করার চিন্তা মাথায় এলো কেন?
কবিতার অ্যালবাম করার চিন্তা আমার মাথায় অনেক আগেই ছিল। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আবৃত্তি করতাম। তখন থেকেই ইচ্ছা ছিল একটি কবিতার অ্যালবাম করব। নানা কারণে এত দিনে তা করা হয়নি। বলতে পারেন অভিনয় নিয়েই ব্যস্ত ছিলাম। কিন্তু শখটা জিইয়ে রেখেছিলাম। তাই এখন করে ফেললাম। আর আমার এ অ্যালবামটি হুমায়ূন স্যারকে উৎসর্গ করলাম। স্যারের কাছে আমার অনেক ঋণ। সে শোধ হবে না এক জীবনে। স্যারকে ভালোবাসি, শ্রদ্ধা করি। তাই তাকেই উৎসর্গ করলাম অ্যালবামটি।
এবার অভিনয়ের কথা বলুন।
সম্প্রতি মাহফুজ আহমেদের 'মাগো তোমার জন্য' ধারাবাহিক নাটক প্রচার শুরু হয়েছে এটিএন বাংলায়। নাটকটির শুটিং হয়েছে কাতারে। নাটকের গল্পটি বাস্তবতাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এখানে আমি একটি নেগেটিভ চরিত্রে অভিনয় করেছি। এ নাটকটি নিয়ে আমি বেশ আশাবাদী।
এ ছাড়া আর কী করছেন?
২৪ জানুয়ারি থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে অনিমেষ আইচের 'তুমি' ধারাবাহিক, রেদওয়ান রনির রেডিও চকলেট রিলোডেড চলছে। অঞ্জন আইচের চন্দ্রাবতী, জলফড়িঙের গান ও ঘাসফুল ইত্যাদি। এ ছাড়া 'সাক্ষর' নামের আরও একটি একক নাটকে অভিনয় করার কথা আছে।
অনেকদিন পর চলচ্চিত্রে কাজ শুরু করলেন।
হ্যাঁ, ২৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের চলচ্চিত্র 'তারকাঁটা'। এখানে দর্শকরা আমাকে দেখতে পাবে নতুন রূপে। আমি ভিলেনের চরিত্রে অভিনয় করছি। অনেকদিন পর আমি দর্শকদের একটু চমক দিতে চাই।
* আলী আফতাব