শনিবার, ২২ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

পুকুর থেকে মা ছেলের লাশ উদ্ধার

পুকুর থেকে মা ছেলের লাশ উদ্ধার

পাবনার ভাঙ্গুড়ায় পুকুর থেকে মা-ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন- উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের লামকান গ্রামের মহরম আলীর স্ত্রী সালমা খাতুন (২৮) ও ছেলে শাকিল হোসেন (৬ মাস)। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের বরাত দিয়ে ভাঙ্গুড়া থানার ওসি জানান, সকালে বাড়িতে মা-ছেলেকে না পেয়ে পরিবারের অন্য সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরে শাকিলের এবং পরে তার মা সালমার লাশের সন্ধান মেলে। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে পারেননি ওসি।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর