রবিবার, ১ মার্চ, ২০১৫ ০০:০০ টা

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-অটো সংঘর্ষে তিনজন নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশর সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় পুলিশের এএসআই ও যুবলীগ নেতাসহ চার জেলায় ছয়জনের প্রাণহানি হয়েছে। মাদারীপুরে নসিমনের ধাক্কায় আহত হয়েছেন এক ইউপি চেয়ারম্যান।

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘরে গতকাল ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহত সবাই অটোরিকশার যাত্রী। এদের মধ্যে শিপন নামে একজনের পরিচয় জানা গেছে। যশোরে এএসআই : অভয়নগরে গতকাল ট্রাকের ধাক্কায় পুলিশের এএসআই মোজাম্মেল হক নিহত হয়েছেন। একটি মামলায় যশোরের আদালতে সাক্ষ্য দিয়ে মোটরসাইকেলে কর্মস্থলে ফেরার সময় তিনি দুর্ঘটনার শিকার হন। মোজাম্মেল খুলনার তেরখাদা থানায় কর্মরত ছিলেন। পটুয়াখালীতে যুবলীগ নেতা : কুয়াকাটায় মোটরসাইকেল ও মাহিন্দ্রার সংঘর্ষে মির্জাগঞ্জ উপজেলা যুবলীগ নেতা গোলাম কবির খোকন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন। হবিগঞ্জে ২ নারী : হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কের পাইকপাড়ায় গতকাল দুপুরে যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে দুই নারী নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি। বগুড়ায় দুই মোটরসাইকেল আরোহী : শেরপুর উপজেলার শেরুয়া বটতলা গতকাল বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা হলেন সোহেল রানা ও খোকন মিয়া। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁদের আরেক সঙ্গী মনু মিয়া। মাদারীপুর : কালকিনি উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর নাসির গতকাল সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ খবর