সোমবার, ২৪ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

ভোলা ফরিদপুরে ভাঙন

ভোলা ফরিদপুরে ভাঙন

ভোলায় মেঘনার ভাঙনে সব হারিয়ে খোলা আকাশের নিচে অসহায় পরিবার

ভোলায় কোটি টাকার বালুর বস্তা কোনো কাজে আসছে না। ঠেকানো যাচ্ছে না ইলিশা ফেরিঘাট এলাকার নদীভাঙন। গত দুদিন প্রায় ৩০০ মিটার এলাকার কয়েকশ' বসতঘর দোকানপাট মেঘনায় বিলীন হয়ে গেছে। বিগত এক মাসে ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কসহ নদীতে হারিয়ে গেছে প্রায় এক কিলোমিটার এলাকা। ভিটামাটি হারিয়ে দিশাহারা শত শত পরিবার। অনেকে বেড়িবাঁধের উপর আশ্রয় নিয়েছেন। এদিকে, পদ্মা নদীর ফরিদপুর শহর রক্ষা বাঁধে ফের ভাঙন দেখা দিয়েছে। গতকাল দুপুর থেকে শুরু হওয়া ভাঙন ক্রমেই আগ্রাসী হয়ে উঠছে। এরই মধ্যে নদীরগর্ভে বিলীন হয়ে গেছে ধলার মোড়ের বাঁধের মুন্সীডাঙ্গির ১০০ মিটার। এর আগেও ওই এলাকা পরপর তিন দফায় ভাঙনের কবলে পড়ে। ভাঙন রোধে আজ কাজ শুরু হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর