সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

ফেনীতে শিশুকে পিটিয়ে হত্যা

কলেজছাত্র কৃষকসহ আরও ১০ খুন

প্রতিদিন ডেস্ক

ফেনীতে তিন বছরের এক শিশুকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া কলেজছাত্র ও কৃষকসহ আট জেলায় খুন হয়েছেন আরও ১০ জন। প্রতিনিধিদের পাঠানো খবর

ফেনীতে তিন বছরের শিশু শহিদুল ইসলাম আবিরকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার দুইদিন পর বাড়ির পাশের ডোবা থেকে শনিবার তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ফেনী শহরের মাস্টারপাড়ার এনায়েত হাজারি বাড়িতে এই ঘটনা ঘটে। আবির একই বাড়ির জসিম হাজারীর ছেলে। বৃহস্পতিবার দুপুরে আবির বাসার সামনে খেলার সময় অজ্ঞাত ব্যক্তিরা তাকে তুলে নিয়ে যায় বলে জানান স্বজনরা। ফেনী সদর হাসপাতালের ডাক্তার অসীম কুমার সাহা জানান, আবিরের মাথায় আঘাতের অসংখ্য চিহ্ন রয়েছে। ফেনী মডেল থানার ওসি জানান, থানায় প্রথমে নিখোঁজের এজহার থাকলেও শনিবার রাতে আবিরের বাবা হত্যা মামলা করেছেন। খুনিদের শনাক্তের চেষ্টা চলছে। রাজবাড়ী : পূর্বশত্র“তার জের ধরে শুক্রবার রাতে জেলা সদরের সজ্জনকান্দা এলাকায় কলেজছাত্র বিপুল হাওলাদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বিপুল রাজবাড়ী জেলা সদরের সজ্জনকান্দা গ্রামের জয়নাল হাওলাদারের ছেলে। চুয়াডাঙ্গা : দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে শনিবার প্রতিপক্ষ ফজলে মালিথার ধারালো অস্ত্রের আঘাতে খুন হন কৃষক ফরজন আলী। অন্যদিকে জেলা শহরের রেলপাড়ার একটি মেহগণি বাগান থেকে শনিবার সন্ধ্যায় অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে ফেলে রেখে গেছে বলে ধারণা পুলিশের। বাগেরহাট : সদর উপজেলার লাউপালা গ্রামের যৌতুকের জন্য রুনা খাতুন নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে নিহতের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় গতকাল নিহতের শ্বশুর-শাশুড়ি ও ননদকে আটক করেছে পুলিশ। রুনার স্বামী সাইফুল ইসলাম ঘটনার পর থেকে পলাতক। ঝিনাইদহ : আবদুল আজিজ নামে এক কৃষককে চোখ উপড়ে ও শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। সদর উপজেলার কাশিমপুর গ্রাম থেকে শনিবার তার লাশ উদ্ধার করে পুলিশ। আজিজ কাশিমপুর গ্রামের আইজুদ্দিন মণ্ডলের ছেলে। সিরাজগঞ্জ : বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার আলোকদিয়ার থেকে সবুজ নামে এক মাইক্রোবাস চালকের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। সবুজ উল্লাপাড়ার জিকড়া গ্রামের হাসমত আলীর ছেলে। দিনাজপুর : পার্বতীপুরে আব্দুস সালাম নামে এক ব্যক্তির লাশ নিজ বাড়ি থেকে গতকাল উদ্ধার করেছে পুলিশ। সালাম পার্বতীপুর শহরের মোজাফফর নগরের শামশুদ্দিনের ছেলে ও মুদি ব্যবসায়ী। এ ঘটনায় জড়িত অভিযোগে নিহতের স্ত্রী-পুত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ। চকরিয়া : কক্সবাজারের পেকুয়ায় দুই সন্ত্রাসী গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার রাতে কুপিয়ে হত্যা করা হয়েছে ইউনুছ আহমদ নামে এক যুবককে। ইউনুছ টৈটং ইউনিয়নের জুমপাড়ার আবদুল খালেকের ছেলে। এদিকে চকরিয়ায় পারিবারিক কলহের জের ধরে বড় ভাই ও ভাইয়ের ছেলের পিটুনিতে আহত ছদরুল আমিন চিকিৎসাধীন অবস্থায় ১৫ দিন পর গতকাল মারা গেছেন।

সর্বশেষ খবর