শিরোনাম
সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

ফেনীকে বিভাগ দাবিতে আন্দোলনের ডাক

ফেনী প্রতিনিধি

বৃহত্তর নোয়াখালীকে নিয়ে ফেনীকে স্বতন্ত্র বিভাগের দাবিতে আন্দোলনে যাচ্ছে ফেনীবাসী। শনিবার রাতে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ফেনী প্রেসক্লাবের আয়োজনে জেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত, কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন সংগঠনের নেতা ও জনপ্রতিনিধিরা সভায় অংশ নেন। বক্তারা বলেন, ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় দ্বিতীয় মহাযুদ্ধের সময় ফেনীতে ব্রিটিশ বিমান ঘাঁটি নির্মাণ করা হয়েছিল। বর্তমানেও সারা দেশের যোগাযোগের কেন্দ্রবিন্দু ফেনী। সভায় ফেনী বিভাগ আন্দোলনের জন্য একটি কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয় ফেনী পল্লীবিদ্যুৎ সমিতির সভাপতি আবদুল মোতালেবকে। ফেনী প্রেসক্লাব সভাপতি নূরুল করিম মজুমদারের সভাপতিত্বে ও সম্পাদক জমির বেগের সঞ্চালনায় বক্তব্য দেন আবদুর রহমান, জয়নাল আবেদিন ভিপি, আবুল কালাম আজাদ, জিয়া উদ্দিন মিস্টার, মোশাররফ হোসেন প্রমুখ।

সর্বশেষ খবর