শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

গোহারুয়া হাসপাতালে ৯ বছর পর চিকিৎসাসেবা চালু

লাকসাম প্রতিনিধি

গোহারুয়া হাসপাতালে ৯ বছর পর চিকিৎসাসেবা চালু

দীর্ঘ ৯ বছর পর কুমিল্লার নাঙ্গলকোটের সেই গোহারুয়া ২০ শয্যা হাসপাতালে চালু হলো চিকিৎসাসেবা কার্যক্রম। গতকাল স্বাস্থ্য অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. আলাউদ্দিন মজুমদার আনুষ্ঠানিকভাবে এ চিকিৎসা কার্যক্রম উদ্বোধন করেন। হাসপাতালটির সেবা চালু হওয়ায় কুমিল্লা জেলার নাঙ্গলকোট, মনোহরগঞ্জ ও নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার প্রায় লক্ষাধিক লোক চিকিৎসাসেবা পাবে। ২০০৬ সালের ১৭ অক্টোবর ৬ কোটি টাকা ব্যয়ে কুমিল্লার নাঙ্গলকোটের গোহারুয়া ২০ শয্যা হাসপাতাল চালু হয়। এরপর লোকবল সংকটের অভাবে চিকিৎসাসেবা বন্ধ হয়ে যায়। ফলে হাসপাতালের দরজা-জানালা, সরঞ্জামসহ মূল্যবান জিনিসপত্র নষ্ট হয়ে যায়। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে গত ২২ অক্টোবর স্বাস্থ্য অধিদফতরের মহা-পরিচালক প্রফেসর ডা. দ্বীন মোহাম্মদ নুরুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হাসপাতালটি পরিদর্শন করে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিকিৎসাসেবা চালুর নির্দেশ দেয়। গতকাল চিকিৎসাসেবা কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. আলাউদ্দিন মজুমদার, চট্টগ্রাম বিভাগীয় সহকারী পরিচালক ডা. মোহাম্মদ সালাউদ্দিন, কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মো. মজিবুর রহমান, স্বাস্থ্য অধিদফতরের  নির্বাহী প্রকৌশলী, নাঙ্গলকোট উপজেলা  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইউছুফ, ডা. আবদুল মালেক, ডা. আলী আহাম্মদ মোল্লা, ডা. আক্তার হোসেন অভি, ডা. হাসান ইবনে আমিন, মেডিকেল অফিসার ডা. আবদুল আলী, ডা. সুইটি, ডা. সীমা মজুমদার, স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান আলী আক্কাছ,  জোড্ডা ইউনিয়ন পশ্চিম আওয়ামী লীগ আহ্বায়ক হারুন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সামছু উদ্দিন, মাসুদ রানা ভূঁইয়া, আবদুল হক ভূঁইয়া, সহিদ আলম ভূঁইয়া, মাস্টার আবদুল বাকের ভূঁইয়া, শাহ আলম ভূঁইয়া, মাস্টার মফিজুর রহমান, আহসান হাবিব ভূঁইয়া, আবু জাহের ভূঁইয়া, আবু ইউছুফ মেম্বার, যুবলীগ নেতা জহিরুল কাইয়ুম ভূঁইয়া মিঠু। সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট হামিদুল হক ভূঁইয়া। সভা পরিচালনা করেন এনামুল হক ভূঁইয়া। বক্তারা হাসপাতালের সেবা কার্যক্রম চালু হওয়ায় পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল লোটাস, স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজামসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

সর্বশেষ খবর