দীর্ঘ ৯ বছর পর কুমিল্লার নাঙ্গলকোটের সেই গোহারুয়া ২০ শয্যা হাসপাতালে চালু হলো চিকিৎসাসেবা কার্যক্রম। গতকাল স্বাস্থ্য অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. আলাউদ্দিন মজুমদার আনুষ্ঠানিকভাবে এ চিকিৎসা কার্যক্রম উদ্বোধন করেন। হাসপাতালটির সেবা চালু হওয়ায় কুমিল্লা জেলার নাঙ্গলকোট, মনোহরগঞ্জ ও নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার প্রায় লক্ষাধিক লোক চিকিৎসাসেবা পাবে। ২০০৬ সালের ১৭ অক্টোবর ৬ কোটি টাকা ব্যয়ে কুমিল্লার নাঙ্গলকোটের গোহারুয়া ২০ শয্যা হাসপাতাল চালু হয়। এরপর লোকবল সংকটের অভাবে চিকিৎসাসেবা বন্ধ হয়ে যায়। ফলে হাসপাতালের দরজা-জানালা, সরঞ্জামসহ মূল্যবান জিনিসপত্র নষ্ট হয়ে যায়। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে গত ২২ অক্টোবর স্বাস্থ্য অধিদফতরের মহা-পরিচালক প্রফেসর ডা. দ্বীন মোহাম্মদ নুরুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হাসপাতালটি পরিদর্শন করে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিকিৎসাসেবা চালুর নির্দেশ দেয়। গতকাল চিকিৎসাসেবা কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. আলাউদ্দিন মজুমদার, চট্টগ্রাম বিভাগীয় সহকারী পরিচালক ডা. মোহাম্মদ সালাউদ্দিন, কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মো. মজিবুর রহমান, স্বাস্থ্য অধিদফতরের নির্বাহী প্রকৌশলী, নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইউছুফ, ডা. আবদুল মালেক, ডা. আলী আহাম্মদ মোল্লা, ডা. আক্তার হোসেন অভি, ডা. হাসান ইবনে আমিন, মেডিকেল অফিসার ডা. আবদুল আলী, ডা. সুইটি, ডা. সীমা মজুমদার, স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান আলী আক্কাছ, জোড্ডা ইউনিয়ন পশ্চিম আওয়ামী লীগ আহ্বায়ক হারুন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সামছু উদ্দিন, মাসুদ রানা ভূঁইয়া, আবদুল হক ভূঁইয়া, সহিদ আলম ভূঁইয়া, মাস্টার আবদুল বাকের ভূঁইয়া, শাহ আলম ভূঁইয়া, মাস্টার মফিজুর রহমান, আহসান হাবিব ভূঁইয়া, আবু জাহের ভূঁইয়া, আবু ইউছুফ মেম্বার, যুবলীগ নেতা জহিরুল কাইয়ুম ভূঁইয়া মিঠু। সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট হামিদুল হক ভূঁইয়া। সভা পরিচালনা করেন এনামুল হক ভূঁইয়া। বক্তারা হাসপাতালের সেবা কার্যক্রম চালু হওয়ায় পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল লোটাস, স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজামসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
শিরোনাম
- কর ফাঁকির সুযোগ নেই, সবাইকে কর দিতে হবে: ডিএনসিসি প্রশাসক
- ১৫ বা তার কম বয়সেই যৌন সহিংসতার শিকার প্রতি পাঁচজন নারীর একজন
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
গোহারুয়া হাসপাতালে ৯ বছর পর চিকিৎসাসেবা চালু
লাকসাম প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর