বুধবার, ১১ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

চাকরির নিশ্চয়তা চান ওষুধ বিক্রয় প্রতিনিধিরা

সারা দেশে মানববন্ধন

প্রতিদিন ডেস্ক

পাঁচ দফা দাবিতে কেন্দ্রীয় কসর্মসূচির অংশ হিসেবে গতকাল জেলায়-উপজেলায় মানববন্ধন করেছে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের সংগঠন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)। মানববন্ধন শেষে তারা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। দাবিগুলো হচ্ছে- চাকরির নিশ্চয়তা ও নীতিমালা প্রদান, সরকারি পে স্কেলে সপ্তম গ্রেড সমপরিমাণ বেতন নির্ধারণ, মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে অন্যান্য ভাতা প্রদান, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন বিএমআরএকে সরকার কর্তৃক স্বীকৃতি ও সাপ্তাহিক ছুটিসহ সকল জাতীয় দিবসে ছুটি প্রদান। এসব দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর  বরিশাল : নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে ফারিয়ার ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের বরিশাল জেলা আহ্বায়ক মো. বেলায়েত হোসেন। বক্তব্য দেন হেমায়েত উদ্দিন, মিজানুর রহমান প্রমুখ। নরসিংদী : মুখে কালো কাপড় বেঁধে জেলা প্রেসক্লাবের সামনে দুই ঘণ্টাব্যাপী মানববন্ধনে পাঁচ শতাধিক বিক্রয় প্রতিনিধি অংশ নেন। এ সময় বাংলাদেশ ফারিয়ার কেন্দীয় আহ্বায়ক এসএমএম রহমান বলেন, ‘আমরা নির্বাক। আমরা অসহায় ও অধিকার বঞ্চিত। আমাদের কান্না শুনতে পাচ্ছে না সরকার।’ মেহেরপুর : জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে সেলিম রেজার নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাইদুর রহমান, জসিম উদ্দিন, আতিকুর রহমান প্রমুখ। মানববন্ধনে জেলায় কর্মরত শতাধিক রিপ্রেজেন্টেটিভ অংশ নেন। অপরদিকে গাংনী উপজেলা ফারিয়া শাখার সভাপতি রবিউল ইসলাম রবির নেতৃত্বে গাংনী শহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি : প্রেসক্লাবের সামনে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জাহাঙ্গীর আলম, সমীরণ দেবনাথ। এ সময় বক্তারা বলেন, পাহাড়ে জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করছেন। তাই উপরোক্ত পাঁচ দফার সঙ্গে তাদের জন্য পাহাড়ি ভাতার ব্যবস্থা করতে হবে। চুয়াডাঙ্গা : মানববন্ধনে চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, ফারিয়ার সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন। নোয়াখালী : জেলা নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সমাবেশ ও পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হয়েছে। সমাবেশে উপস্থিত ছিলেন বিলালুজ্জামান, খন্দকার সফিকুল হক প্রমুখ। কলাপাড়া : পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন মো. বাদল তালুকদার। রূপগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে মানববন্ধনে বক্তব্য রাখেন মীর জহিরুল ইসলাম, তোফাজ্জল হোসেন। লাকসাম : লাকসাম-নোয়াখালী সড়কের দৌলতগঞ্জ বাইপাস মোড়ে মানববন্ধনে রফিকুল ইসলাম, সামছুল আলমসহ অর্ধশতাধিক প্রতিনিধি অংশ নেন। এদিকে উপজেলার লালমাই-চাঁদপুর সড়কের মুদাফরগঞ্জ বাজারে পৃথক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এছাড়া সিলেট, রংপুরসহ বিভিন্ন বিভাগীয় জেলা শহরে এ কর্মসূচি পালিত হয়।

সর্বশেষ খবর