বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

পাঁচ ভাইবোনের যাবজ্জীবন

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় আলোচিত আকতার আলী (৩০) হত্যা মামলায় পাঁচ ভাইবোনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ আদালত। নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আব্দুল হামিদ গতকাল এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- তাহমিনা, দুলাল, হায়দার, চাঁনমিয়া ও রায়হান। তারা সবাই নাটোরের বড়াইগ্রাম উপজেলার শিবপুর গ্রামের আব্দুল মান্নানের সন্তান। সাজাপ্রাপ্তদের মধ্যে তিনজন পলাতক। মামলার প্রধান আসামী আব্দুস সালামসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস প্রদান করা হয়। আদালত সূত্র জানায়, পাঁচগাও গ্রামের আকতার আলীর সঙ্গে সালামের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে ১৯৯৮ সালের ২৫ নভেম্বর ভারাটে সন্ত্রাসী দিয়ে আকতার আলীকে খুন করান সালাম। ওই দিনই নিহতের বোন অরুণা খাতুন সালামসহ ১৮ জনের বিরুদ্ধে কলমাকান্দা থানায় হত্যা মামলা করেন। নরসিংদীতে নিরাপত্তা কর্মীর : নরসিংদী প্রতিনিধি জানান, নরসিংদীতে ইসলামী ব্যাংক কর্মকর্তা মাহফুজুর রহমান হত্যা মামলায় নিরাপত্তা কর্মী সেলিম রেজাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা জজ মোহাম্মদ শাহীন গতকাল এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মাহফুজুর চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার মোসলেহ উদ্দিনের ছেলে।

ফরিদপুরে নারীর : ফরিদপুর প্রতিনিধি জানান, কিশোরীকে আটকে রেখে জোর করে দেহ ব্যবসা করানোর অভিযোগে ফরিদপুর যৌনপল্লির সর্দারনী মমতাজ বেগমকে গতকাল যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

সর্বশেষ খবর