বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
খালা-ভাগ্নিকে গণধর্ষণ

ছয়দিনেও মামলা নেয়নি পুলিশ

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের ডাসার থানার বালীগ্রামে গত শুক্রবার রাতে চলতি সমাপনী পরীক্ষার্থী ও তার খালা গণধর্ষণের শিকার হয়েছেন। ঘটনার চার দিন পার হলেও গতকাল পর্যন্ত থানা মামলা নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। স্থানীয় সূত্র ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, সমাপনী পরীক্ষার্থী ছাত্রী ও তার খালাসহ অন্যরা শুক্রবার রাতে নিজেদের ঘরে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে ওই এলাকার আকছেদ দর্জীর ছেলে আতাউরসহ ৪/৫ জন ঘরের বেড়া কেটে ভেতরে ঢুকে। সবাইকে জিম্মি করে হাত-পা-মুখ বেঁধে জিনিসপত্র লুট করে। যাওয়ার সময় সমাপনী পরীক্ষার্থী ও তার খালাকে তুলে বাড়ির পাশে বাগানে নিয়ে ধর্ষণ করে তারা। প্রায় দুই ঘণ্টা পর তাদের বাড়িতে ফিরিয়ে দিয়ে ধর্ষকরা এ ঘটনা কাউকে না বলার হুমকি দিয়ে যায়। পরদিন তাদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। স্বজনদের অভিযোগ, এই ঘটনায় ধর্ষণের শিকার ছাত্রীর বাবা শনিবার ডাসার থানায় মামলা করতে যান। এ সময় পুলিশ তার কাছে থেকে ধর্ষকের নাম লিখে রেখে তাকে বাড়ি যেতে বলে। খবর পেয়ে মাদারীপুর মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার কণা ডাসার থানার ওসিকে মুঠোফোনে ঘটনাটি জানান এবং মামলা নেওয়ার ব্যাপারে কথা বলেন। এ সময় ওসি মামলার আশ্বাস দিলেও গতকাল বিকাল পর্যন্ত থানায় মামলা হয়নি। ডাসার থানার ওসি এমদাদুল হক জানান, ভুক্তভোগীরা থানায় এসে অভিযোগ করলেই মামলা নেওয়া হবে।

সর্বশেষ খবর