শিরোনাম
বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

এক পলক

পৌর মেয়র বরখাস্ত

হত্যাসহ তিনটি ফৌজদারী মামলায় চার্জশিটভুক্ত আসামি হওয়ায় কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামালকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। মঙ্গলবার এ সংক্রান্ত নথিতে স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন স্বাক্ষর করেছেন। বহিস্কারাদেশের কপি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে কক্সবাজার পাঠানো হচ্ছে বলে নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব খলিলুর রহমান। -কক্সবাজার প্রতিনিধি

 

ফতুল্লায় যুবতীকে মারধর হাসপাতালে ভর্তি

নারায়ণগঞ্জ ফতুল্লার ইসদাইরে পূর্বশক্রতার জের ধরে মুক্তা নামে এক যুবতীকে পিটিয়ে গুরুতর জখম করছে প্রতিবেশী ভাড়াটিয়ারা। মঙ্গলবার দুপুরে আশঙ্কাজনক অবস্থায় মুক্তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছ্। স্থানীয়রা এ ঘটনায় আব্দুল মান্নান (৪০)  ও তার কন্যা শিল্পীকে (২০)  আটক করে পুলিশে সোপর্দ করেছেন। - নারায়ণগঞ্জ প্রতিনিধি

 

বিষ প্রয়োগে মাছ নিধন

আড়াইহাজারের খাগকান্দা ইউনিয়নের কাকাইলমোড়া গ্রামে মকবুল হোসেনের পুকুরে বিষ প্রয়োগ করে ৯ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে। সোমবার দিবাগত রাতে কে বা কারা এই ঘটনা ঘটায়। আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। -আড়াইহাজার প্রতিনিধি

 

সূর্যদী গণহত্যা দিবস পালিত

গতকাল ২৪ নভেম্বর ছিল শেরপুরের সূর্যদী গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে স্থানীয় রাজাকারদের সহযোগিতায় পাক বাহিনী একজন মুক্তিযোদ্ধাসহ গ্রামের নিরীহ ৩৯ জনকে গুলি করে হত্যা করে। পরে ওই গ্রামের দুই শতাধিক ঘরবাড়ি জ্বালিয়ে দেয় হানাদাররা। দিনটি স্মরণে প্রতি বছরের ন্যায় এবারও সদর উপজেলার কামারিয়া ইনিয়নের সূর্যদী বানিয়া বাজারে শহীদ আইজ উদ্দিন স্মৃতি সংসদের আয়োজনে আলোচনা সভা, কোরআন খতম, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সূর্যদী শহীদ আইজউদ্দিন দাখিল মাদ্রাসামাঠে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জিন্নাত আলী। সভাপতিত্ব করেন প্রজন্ম-৭১ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি আজিজুর রহমান।

-শেরপুর প্রতিনিধি

পাবনায় ভালুকায় দুই খুন

পাবনায় চালককে শ্বাসরোধে হত্যার পর অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সদর উপজেলার দোগাছি ইউনিয়নের মুনিবপুর গ্রামে সোমবার রাতে এ ঘটনা ঘটে। নিহত  অটোরিকশা চালক শিহাব উদ্দিন (১৯) আতাইকুলা থানার সারদিয়ার গ্রামের মনিরুল মিয়ার ছেলে। এদিকে ময়মনসিংহের ভালুকায় শ্বশুরবাড়িতে হারুন অর রশিদ   নামে এক ব্যবসায়ীর রহস্যজনক  মৃত্যু হয়েছে। -পাবনা ও ভালুকা প্রতিনিধি

সর্বশেষ খবর