বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

পাহাড়ে ঔপনিবেশিক শাসন চলছে : সন্তু

রাঙামাটি প্রতিনিধি

পাহাড়ে সরকারের ঔপনিবেশিক শাসন ব্যবস্থা চলছে বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা। তিনি বলেন, সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়ন না করে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনের নামে দলীয়করণ করেছে। সরকারের একতরফাভাবে পরিষদ পুনর্গঠন একটি চুক্তিবিরোধী কাজ। এত আন্দোলনের পর পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর ভ‚মিকা দেখা যাচ্ছে না। তাই পার্বত্য চুক্তি বাস্তবায়ন আন্দোলনে পুরুষের সঙ্গে নারী হেডম্যান-কারবারিদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসাতে হবে। গতকাল রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক মিলনায়তনে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম নারী হেডম্যান-কারবারি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এসব কথা বলেন।

সর্বশেষ খবর