কয়েক দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনী, লালমনিরহাট, নীলফামারী ও লক্ষ্মীপুরের বিভিন্ন নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে তলিয়ে গেছে এসব জেলার বিস্তীর্ণ এলাকা। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মাছের ঘের ও ফসলি জমি। পানিবন্দী হয়ে দুর্ভোগে দিন কাটছে প্লাবিত এলাকার হাজার হাজার মানুষের। প্রতিনিধিদের খবর— ফেনী : মুহুরী নদীর পানি শনিবার রাতে বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। স্রোতের তোরে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর, ধনিয়ামোড়া, বারাজপুর ও যশপুর গ্রাম। ঘরবাড়ি ও দোকানপাটে পানি ঢুকে পড়ায় প্রায় ৫০০ পরিবার হয়ে পড়েছে পানিবন্ধী। ভেসে গেছে শত শত পুকুর ও ঘেরের মাছ। ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কোহিনুর আলম জানান, বাঁধের ভাঙন রোধে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পানি না কমা পর্যন্ত পুরোপুরি মেরামত করা সম্ভব নয়। লালমনিরহাট : তিস্তার পানি দোয়ানি ব্যারাজ পয়েন্টে বিপদসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে কুলাঘাট পয়েন্টে ধরলার পানি বইছে বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপরে। এতে নদী দুটির দুই পাড়ের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যরাজের ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে। পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা। এ জন্য চরের বাসিন্দাদের মধ্যে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। নীলফামারী : ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ১৭ সেন্টিমিটার ওপর প্রবাহিত হওয়ায় দুকূল ছাপিয়ে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় আতঙ্ক দেখা দিয়েছে তিস্তাপাড়ের মানুষের মধ্যে। ইতিমধ্যে শত শত পরিবার বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে গিয়ে উঠেছেন। ডালিয়া পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, শনিবার রাত থেকে তিস্তার পানি বাড়তে থাকে। এরই মধ্যে তলিয়ে গেছে রাস্তাঘাট। লোকজন সবচেয়ে বিপাকে পড়েছেন গবাদি পশু নিয়ে। রায়পুর : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় প্রবল বর্ষণ ও মেঘনা নদীর পানি বেড়ে যাওয়ায় তলিয়ে গেছে সাতটি গ্রাম। পানির নিচে চলে গেছে এসব এলাকার ফসলি জমি, বীজতলা, রাস্তাঘাট, মাছের ঘের ও দুটি বিদ্যালয়। ভুক্তভোগী কৃষক ও দিনমজুর পরিবারগুলোর অনেকেই আশ্রয় নিয়েছেন স্থানীয় সাইক্লোন শেল্টারে।
শিরোনাম
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
ভারী বৃষ্টি পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত, জনদুর্ভোগ
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর