সোমবার, ১৮ জুলাই, ২০১৬ ০০:০০ টা

এক পলক

সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা ক্যাম্প

সেনাবাহিনীর উদ্যোগে জয়পুরহাটের কালাইয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে। গতকাল উপজেলার পুনট উচ্চ বিদ্যালয়ে ৫ দিনব্যাপী এই ক্যাম্প শুরু হয়। রোগীদের ব্যবস্থাপত্রসহ প্রয়োজনীয় সেবা প্রদান করেন মেজর মতিউর, ক্যাপ্টেন যুবায়ের ও ক্যাপ্টেন সুরাইয়া। ১১ পদাতিক ডিভিশন বগুড়া অঞ্চলের কমান্ডিং অফিসার লে. কর্নেল মাসুদ জানান, রাতের বেলায় সেনা সদস্যদের প্রশিক্ষণ আর দিনের বেলায় সেনাবাহিনী চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হচ্ছে।—জয়পুরহাট প্রতিনিধি

মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

ঢাকার ধামরাইয়ে যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গতকাল মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা। বিকালে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছরের কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শরিফুল ইসলাম। জানা যায়, ধামরাইয়ের বাসনা গ্রামের আব্দুল মজিদের ছেলে শহিদুল ইসলাম নেশাগ্রস্ত হয়ে পড়ে। অনেক চেষ্টার পরও তাকে নেশা থেকে ফেরানো যায়নি। তার যন্ত্রণা সহ্য করতে না পেরে গতকাল মজিদ নিজেই ছেলেকে পুলিশের হাতে তুলে দেন।—ধামরাই প্রতিনিধি

স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। উপজেলার উত্তর হাটাবো এলাকায়  শনিবার রাতে ঘটে এ ঘটনা। আহতরা হলেন— গোলজার হোসেন ও তার স্ত্রী মরিয়ম বেগম। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।—রূপগঞ্জ প্রতিনিধি

বিদ্যুত্স্পৃষ্টে প্রকৌশলীর মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জের নাগরী বাজারে বাংলালিংক টাওয়ারের সার্ভে কাজ করতে এসে বিদ্যুত্পৃষ্ট হয়ে গতকাল ইকবাল হোসেন (২৭) নামে এক ডিপ্লোমা প্রকৌশলীর মৃৃত্যু হয়েছে। প্রকৌশলীর সহকর্মী নুর ইসলাম বলেন, নাগরী বাজারে ভবনের উপর বিটিএস রুম থেকে বাহির হয়ে টাওয়ারের দিকে চেয়ে এগুতেই ১১ হাজার ভোল্টের তার মাথায় লেলে ছিটকে মাটিতে লুটিয়ে পরেন ইকবাল। কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

—গাজীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর