বরিশালের গৌরনদী উপজেলার বার্থী বাজারে জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাসেবা নিতে যাওয়া এক গৃহবধূর শ্লীলতাহানি করার অভিযোগ পাওয়া গেছে এক পল্লী চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনার পর বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। ঘটনার তিন দিন পরও প্রভাবশালীদের হুমকির মুখে মামলা করতে সাহস পাচ্ছেন না গরিব ওই গৃহবধূ। বার্থী ইউনিয়নের তারাকুপি গ্রামের গৃহবধূ অভিযোগ করেন, কয়েক দিন জ্বরে ভোগার পর ১৯ অক্টোবর দুপুরে চিকিৎসার জন্য তিনি তার শাশুড়িকে সঙ্গে নিয়ে বার্থী বাজারে পল্লী চিকিৎসক আশরাফুল ইসলাম ওরফে ওসি ডাক্তারের চেম্বারে যান। এ সময় ডা. আশরাফ তার শাশুড়িকে চেম্বারের সামনে বসিয়ে তাকে (গৃহবধূ) চেম্বারের পেছনের কক্ষে নিয়ে দরজা বন্ধ করে একটি শয্যায় শুইয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনা জানাজানি হলে ওইদিন বিকালেই ওসি ডাক্তার চেম্বার বন্ধ করে আত্মগোপন করেন। এ নিয়ে বৃহস্পতিবার রাতে বার্থী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান প্যাদার বাড়িতে এক শালিস বৈঠক বসে। বৈঠকে ২ নম্বর ওয়ার্ডের মেম্বার খায়রুল আহসান খোকন খান, ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার বজলুর রশিদ, আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন বেগ উপস্থিত ছিলেন। বৈঠকে অংশগ্রহণকারী একটি সূত্র জানায়, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতারা গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগে পল্লী চিকিৎসক আশরাফুল ইসলামকে ২ লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্ধেক শালিসদাররা, একাংশ পুলিশ প্রশাসন, একাংশ স্থানীয় কতিপয় সাংবাদিক এবং একাংশ শ্লীলতাহানির শিকার ওই নারীকে দেওয়ার সিদ্ধান্ত হয়। ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার বজলুর রশিদ জরিমানার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘চেয়ারম্যানের বাড়ি নয় খোকন মেম্বারের ব্যবসা প্রতিষ্ঠানে শালিস বৈঠক হয়েছিল। দলের সম্মেলন শেষে বিষয়টি মীমাংসা করা হবে।’
শিরোনাম
- বিসিএস পরীক্ষার্থীদের জন্য জবির বিশেষ পরিবহন সেবা
- ঢাকার ইন্দিরা রোড থেকে গাজীপুরের আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ
শালিসে চিকিৎসকের ২ লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর