সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

রামগতিতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের চর কলাকোপা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আহত মো. জাকের মাঝি মারা গেছেন।  রবিবার দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর খবর এলাকায় জানাজানি হলে নিহতের স্বজনরাসহ বিক্ষুব্ধ এলাকাবাসী প্রতিপক্ষের বাড়িঘরে অগ্নিসংযোগ করে। এদিকে এ ঘটনায় রামগতি থানায় একটি হত্যা মামলা দায়েরের পর প্রতিপক্ষের ৬ জনকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ। নিহত জাকের মাঝি উপজেলার চর কলাকোপা গ্রামের মহর আলীর ছেলে। আটককৃতরা হলেন— আবদুল মালেক, মো. গিয়াস, মো. বেলাল, ফরিদ উদ্দিন, মো. হেলাল ও ফারুক। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১০-১৫ জন আহত হয়েছে। এর মধ্যে আহত জাকের মাঝি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ খবর শুনে কে বা কারা ফরিদের বাড়িতে অগ্নিসংযোগ করেছে তা এখনো জানা যায়নি। থানায় ১৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ৬ জনকে আটক করা হয়েছে। অগ্নিসংযোগের বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সর্বশেষ খবর