Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
আপলোড : ২২ ফেব্রুয়ারি, ২০১৭ ০১:৩০

নিহত এমপি লিটনের বোনের গাড়ি ভাঙচুর

গাইবান্ধা প্রতিনিধি

নিহত এমপি লিটনের বোনের গাড়ি ভাঙচুর

সুন্দরগঞ্জ উপজেলা শহরে ছাত্রলীগের মিছিল থেকে নিহত এমপি মনজুরুল ইসলাম লিটনের বড় বোন আফরোজা বারীর ব্যক্তিগত গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। উপজেলার শহরের বিএডিসি অফিসের সামনে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে গতকাল এ ঘটনা ঘটে। এতে ঘটনায় কেউ আহত হননি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আফরোজা বারী মঙ্গলবার সকাল ১০টার দিকে তাঁর মেয়েজামাই ও নাতিকে নিয়ে ব্যক্তিগত পাজেরোতে উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে ফুল দিতে যান। ফুল দেওয়া শেষে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীর সঙ্গে হেঁটে সুন্দরগঞ্জ ডিডব্লিউ ডিগ্রি কলেজের দিকে যাচ্ছিলেন। আর জামাই ও নাতি গাড়ি নিয়ে তাঁদের পেছনে ধীরগতিতে এগোচ্ছিলেন। এ সময় বিএডিসি অফিসের সামনে ছাত্রলীগের মিছিল চলছিল। গাড়িটি সেখানে পৌঁছালে ওই মিছিল থেকে গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। এতে গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায়। এ ঘটনায় বিকাল পর্যন্ত থানায় মামলা হয়নি। এ বিষয়ে আফরোজা বারীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। মেয়েজামাই তারিকুল ইসলাম বলেন, ‘ছাত্রলীগের মিছিল থেকে ভাঙচুর চালানো হয়। আমরা ভেতরে শুয়ে পড়ায় বেঁচে গেছি।’ সুন্দরগঞ্জ ছাত্রলীগের আহ্বায়ক ছামিউল ইসলাম বলেন, ‘ঘটনার সময় আমি সুন্দরগঞ্জে ছিলাম না। এ বিষয়ে আমি কিছু জানি না।’ ছাত্রলীগের কেউ এ ঘটনা ঘটিয়েছে কি নাজাতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। সুন্দরগঞ্জ থানার ওসি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর