বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

ভর্তি বহাল ইবির সেই ১০০ শিক্ষার্থীর

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ‘এফ’ ইউনিটের (গণিত ও পরিসংখ্যান) ভর্তি পরীক্ষা বাতিলে সিন্ডিকেটের সিদ্ধান্ত অবৈধ বলে হাই কোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ গতকাল ইবির আপিল খারিজ করে এ রায় দেয়। আদালতে শিক্ষার্থীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জানা যায়, গত বছরের ৭ ডিসেম্বর অনুষ্ঠিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৬ জানুয়ারি ১০০ শিক্ষার্থী ওই দুটি বিভাগে ভর্তি হন। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় ৬ মার্চ বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট পরীক্ষা বাতিল করে। ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ৮৮ শিক্ষার্থী হাই কোর্টে রিট করেন। প্রাথমিক শুনানি শেষে ১৩ মার্চ হাই কোর্ট সিন্ডিকেটের সিদ্ধান্ত স্থগিত করে রুল জারি করে। এর মধ্যে ১৬ মার্চ ‘এফ’ ইউনিটে    ফের পরীক্ষা নেয় কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর