গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া বিলের প্রায় দুই হাজার একর জমি ৩০ বছর ধরে অনাবাদি রয়েছে। জলাবদ্ধতার কারণে এ জমি চাষ করতে পারছে না কৃষকরা। অথচ এক সময় এই বিলের ধানে গোলা ভরে যেত স্থানীয় চাষিদের। বিলের পানি নিষ্কাশন করে এসব জমিতে সোনালি ধান ফলানো সম্ভব বলে মনে করেন এলাকাবাসী। জানা যায়, ১৯৮৮ সালে বন্যার পর উপজেলার কাজুলিয়া বিলের ভূমি মালিকদের দুঃখের শুরু। তখন বিলের বিপুল পরিমাণ জমি থেকে বৃষ্টির পানি না সরে স্থায়ী হয়ে যায়। অথচ ওই বন্যার আগে এ বিলের জমি থেকেই এলাকার মানুষের সারা বছরের ধান আসত। যাদের জমি নেই, তারা অন্যের জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। ফসল কাটার সময় এ অঞ্চলের মানুষের মুখে থাকত হাসি। কাজুলিয়া গ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদ, আতিয়ার রহমান, সালাউদ্দিন, সমরচন্দ্র জানান, কাজুলিয়া বিলের মধ্যে রয়েছে ৫-৬টি বড় খাল। যে খালের মাধ্যমে পুরো বিলের পানি গোপালগঞ্জ-কোটালীপাড়া খালে এসে পড়ার কথা। কিন্তু বিলের খালের গভীরতা বেশি, আর গোপালগঞ্জ-কোটালীপাড়া খালের তলদেশ উঁচু হওয়ায় পানি নামতে পারে না। ফলে বিলের জলাবদ্ধতাও কমে না। দীর্ঘদিন অনাবাদি থাকায় বিলে ঘাস এমনভাবে জন্মেছে যা পরিষ্কার করাও কষ্টকর। বিলটি জমি মালিকদের ‘দুঃখের’ বিলে পরিণত হয়েছে। এলাকাবাসীর দাবি গোপালগঞ্জ-কোটালীপাড়া খাল খননের মাধমে কাজুলিয়া বিলের জলাবদ্ধাতা দূর করা সম্ভব। স্থানীয় কাজুলিয়া ইউপি চেয়ারম্যান মাখনলাল দাস জানান, কাজুলিয়া বিলের মধ্যে যেসব খাল রয়েছে তা সংস্কার করে এলাকার জলাবদ্ধতা নিরসন করতে কর্তৃপক্ষ এগিয়ে আসবেন বলে তিনি আশা করেন। বিলের খাল সংস্কারসহ পানি নিষ্কাশনের ব্যবস্থা করা গেলে এ বিল থেকে এখনো প্রচুর ধান উৎপাদন করা সম্ভব বলে জানান গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সমীর কুমার গোস্বামী। আগামী বছর খাল সংস্কারের জন্য বরাদ্দ রাখার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবোর) নির্বাহী প্রকৌশলী সফি উদ্দিন।
শিরোনাম
- কর ফাঁকির সুযোগ নেই, সবাইকে কর দিতে হবে: ডিএনসিসি প্রশাসক
- ১৫ বা তার কম বয়সেই যৌন সহিংসতার শিকার প্রতি পাঁচজন নারীর একজন
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
কাজুলিয়া বিলের দুই হাজার একর জমি ৩০ বছর ধরে অনাবাদি
জলাবদ্ধতা
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর