সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

জাবিতে ছাত্রদল নেতাকে পেটালেন ছাত্রলীগ কর্মীরা

ববিতে শিবির সন্দেহে দুজনকে মারধর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল ও জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের এক নেতাকে পিটিয়েছেন শাখা ছাত্রলীগ কর্মীরা। মারধরের শিকার আফফান আলী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। গতকাল বিকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের রাস্তার বিপরীত পাশ থেকে আফফানকে জোরপূর্বক ক্যাম্পাসের ভিতরে এনে এলোপাতাড়ি মারধর করেন ছাত্রলীগ নেতা-কর্মীরা। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা তাকে উদ্ধার করে সাভারের একটি বেসরকারি হাসপাতালে পাঠিয়ে দেন। আফফান জানান, তিনি সার্টিফিকেট তোলার জন্য বিভাগে গিয়েছিলেন। তাকে দেখে ছাত্রলীগের কয়েকজন কর্মী ধাওয়া দেন। ক্যাম্পাস থেকে বের হওয়ার পর তারা তাকে জোরপূর্বক ক্যাম্পাসে নিয়ে বেধড়ক মারধর করেন। শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা বলেন, ‘ছাত্রদলের ওই নেতা ক্যাম্পাসে ককটেল নিয়ে নাশকতা করতে এসেছিল।’ এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিবিরকর্মী সন্দেহে দুই শিক্ষার্থীকে বেদম মারধর করেছে ছাত্রলীগ কর্মীরা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল দুপুরে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন— সমাজবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র রিপন ও শিহাব। বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মহিউদ্দিন আহমেদ সিফাত জানান, বিশ্ববিদ্যালয় সংলগ্ন রূপাতলী কাঁঠালতলা এলাকায় একটি ভবনে মেস করে ছাত্রদল ও শিবিরকর্মীরা থাকে। সেখানকার কিছু ছাত্র রয়েছে ছাত্রলীগের সমর্থক। তারা গত বৃহস্পতিবার বরিশালে প্রধানমন্ত্রীর জনসভায় যেতে ছাত্রলীগের মিছিলে যোগ দেয়। এ কারণে শিবিরকর্মী রিপন ও শিহাব মেসে থাকা ছাত্রলীগ সমর্থকদের লাঞ্ছিত করে। এতে ক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীরা গতকাল রিপন ও শিহাবকে মারধর করেছে।

এদিকে বিএম কলেজের ছাত্রলীগ কর্মী রিফাতকে শেরেবাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ খবর