সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ভাষাসৈনিক আবদুল হান্নান গুরুতর অসুস্থ

শেরপুর প্রতিনিধি

ভাষাসৈনিক আবদুল হান্নান গুরুতর অসুস্থ

শেরপুরের ভাষাসৈনিক ও বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ আবদুল হান্নান গুরুতর অসুস্থ হয়ে ঢাকা সিটি হাসপাতালে আইসিইউতে আছেন। এই শিক্ষাবিদ ১৯৬৪ সালের ১৬ জুলাই শেরপুর সরকারি কলেজে শিক্ষক হিসেবে যোগ দেন এবং ১৯৯৩ সালের ৩০ জানুয়ারি ওই কলেজ থেকে অধ্যক্ষ হিসেবে অবসর নেন।  সৈয়দ আবদুল হান্নানের ছেলে ডা. আবদুল আদিল রূপস জানান, তার বাবা শেরপুরের বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকায় এনে বিভিন্ন জায়গায় ডাক্তার দেখানো হয়। চার দিন আগে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে রাখা হয়। পারিবারিক সূত্র জানায়, আবদুল হান্নান শেরপুরের একজন সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব, যাকে সবাই ‘হান্নান স্যার’ হিসেবে চেনে। ১৯৫২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন এবং সক্রিয়ভাবে ভাষা আন্দোলনে জড়িয়ে পড়েন। ভাষা আন্দোলন ছাড়াও ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বিশিষ্ট সংগঠক হিসেবে অসংখ্য মুক্তিযোদ্ধাকে সাহায্য-সহযোগিতা করেন।

 

সর্বশেষ খবর