সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

৩২ ধারা বাতিলের দাবিতে মানববন্ধন

মাদারীপুর ও ঝালকাঠি প্রতিনিধি

প্রস্তাবিত ৩২ ধারা ৫৭ ধারার চেয়েও সাংবাদিকদের জন্য ভয়াবহ ও অনিরাপদ দাবি করে আইনটি অবিলম্বে বাতিল চেয়ে মানববন্ধন করা হয়েছে। মাদারীপুর ও ঝালকাঠিতে গতকাল এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। মাদারীপুর জেলা শাখার উদ্যোগে বেলা সাড়ে ১১টার মাদারীপুর প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন ইয়াকুব খান শিশির। অংশ নেন শাজাহান খান, এমআর মুর্তজা, বেলাল রিজভী প্রমুখ। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পাঠানো হয়। এদিকে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। আজমীর হোসেন তালুকদারের সভাপতিত্বে ও রিয়াজুল ইসলাম বাচ্চুর সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন আবু সাঈদ খান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর