প্রকৃতিকে রাঙিয়ে ঋতুরাজ বসন্তের আগমন ঘটেছে গতকাল। ঋতুরাজকে বরণ করে নিয়ে সারা দেশে ছিল নানা আয়োজন। যার মধ্যে ছিল— শোভাযাত্রা, চিত্রাংকন প্রতিযোগিতা, গান, নৃত্য। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদর খবর— বগুড়া : শহরের মালতিনগরে, জলেশ্বরীতলা, আজিজুল হক কলেজ, পৌর পার্কে বসন্ত বরণ উৎসবে ছিল মানুষের ঢল। বিকালে ‘আমরা কজন শিল্পী গোষ্ঠি’ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আব্দুস সামাদ পলাশের সভাপতিত্বে নৃত্যানুষ্ঠান ‘বসন্ত বাতাসে’ অনুষ্ঠিত হয়। বসন্ত গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন খেয়া, অন্তি, মুমু প্রমুখ। শেরপুর : শহরের মডেল গার্লস ডিগ্রি কলেজের আয়োজনে কলেজচত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রা উদ্বোধন করেন পৌরমেয়র গোলাম কিবরিয়া লিটন। শোভাযাত্রা শেষে সমাপনি বক্তৃতা করেন জেলা প্রশাসক। পরে পৌর কার্যালয়ের অডিটরিয়ামে আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। নওগাঁ : শহরের সমবায় চত্বর মাঠে আয়োজন করা হয় বসন্তবরণ উৎসব। গান আর নৃত্যের তালে বরণ করে নেয় ঋতুরাজকে। একক সঙ্গীত পরিবেশন করেন শিল্পী শম্পা ভট্টাচার্য ও মোসাদ্দেক হোসেন। এছাড়া সমবায় চত্বর মাঠে বসে কয়েকটি পিঠার স্টল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ সদর আসনের এমপি ও জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল মালেক। সভাপতিত্ব করেন আমিনুর রহমান। লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর সরকারি কলেজ প্রাঙ্গণে আনন্দ উচ্ছ্বাসে দিনটি বরণ করে নেওয়া হয়। গানের সুর, নৃত্যের তাল আর বাদ্যের ঝংকারে মুখরিত হয় পুরো ক্যাম্পাস। উৎসব ঘিরে ২০টি স্টলে পিঠা নিয়ে বসে মেলা। অনুষ্ঠানে মাইন উদ্দিন পাঠানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক নাট্যসংস্থার (আইটিআই) সভাপতি রামেন্দু মজুমদার। পঞ্চগড় : সকালে সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে বের হওয়া শোভাযাত্রায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী ও শিক্ষার্থীরা অংশ নেন। পরে অডিটরিয়াম চত্বরে আলোচনা সভায় বক্তৃতা করেন নাঈমুজ্জামান মুক্তা, আখতারুজ্জামান, শফিকুল ইসলাম প্রমুখ। নেত্রকোনা : বাসন্তী রঙে রঙিন হয়ে উঠে শহরের মোক্তারপাড়া পাবলিক লাইব্রেরির বকুল তলা চত্বর। বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান পরিণত হয় নবীন-প্রবীণের মিলনমেলায়। এছাড়া শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। অনুষ্ঠিত হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ঝিনাইদহ : শহরের মর্নিং বেল চিল্ড্রেন একাডেমী স্কুলের আয়োজনে স্কুলমাঠে অনুষ্ঠিত হয় পিঠামেলা। এতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা বিভিন্ন ধরনের পিঠার স্টল সাজিয়ে বসেন।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
বসন্তে রঙিন সারা দেশ
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর