প্রকৃতিকে রাঙিয়ে ঋতুরাজ বসন্তের আগমন ঘটেছে গতকাল। ঋতুরাজকে বরণ করে নিয়ে সারা দেশে ছিল নানা আয়োজন। যার মধ্যে ছিল— শোভাযাত্রা, চিত্রাংকন প্রতিযোগিতা, গান, নৃত্য। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদর খবর— বগুড়া : শহরের মালতিনগরে, জলেশ্বরীতলা, আজিজুল হক কলেজ, পৌর পার্কে বসন্ত বরণ উৎসবে ছিল মানুষের ঢল। বিকালে ‘আমরা কজন শিল্পী গোষ্ঠি’ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আব্দুস সামাদ পলাশের সভাপতিত্বে নৃত্যানুষ্ঠান ‘বসন্ত বাতাসে’ অনুষ্ঠিত হয়। বসন্ত গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন খেয়া, অন্তি, মুমু প্রমুখ। শেরপুর : শহরের মডেল গার্লস ডিগ্রি কলেজের আয়োজনে কলেজচত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রা উদ্বোধন করেন পৌরমেয়র গোলাম কিবরিয়া লিটন। শোভাযাত্রা শেষে সমাপনি বক্তৃতা করেন জেলা প্রশাসক। পরে পৌর কার্যালয়ের অডিটরিয়ামে আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। নওগাঁ : শহরের সমবায় চত্বর মাঠে আয়োজন করা হয় বসন্তবরণ উৎসব। গান আর নৃত্যের তালে বরণ করে নেয় ঋতুরাজকে। একক সঙ্গীত পরিবেশন করেন শিল্পী শম্পা ভট্টাচার্য ও মোসাদ্দেক হোসেন। এছাড়া সমবায় চত্বর মাঠে বসে কয়েকটি পিঠার স্টল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ সদর আসনের এমপি ও জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল মালেক। সভাপতিত্ব করেন আমিনুর রহমান। লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর সরকারি কলেজ প্রাঙ্গণে আনন্দ উচ্ছ্বাসে দিনটি বরণ করে নেওয়া হয়। গানের সুর, নৃত্যের তাল আর বাদ্যের ঝংকারে মুখরিত হয় পুরো ক্যাম্পাস। উৎসব ঘিরে ২০টি স্টলে পিঠা নিয়ে বসে মেলা। অনুষ্ঠানে মাইন উদ্দিন পাঠানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক নাট্যসংস্থার (আইটিআই) সভাপতি রামেন্দু মজুমদার। পঞ্চগড় : সকালে সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে বের হওয়া শোভাযাত্রায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী ও শিক্ষার্থীরা অংশ নেন। পরে অডিটরিয়াম চত্বরে আলোচনা সভায় বক্তৃতা করেন নাঈমুজ্জামান মুক্তা, আখতারুজ্জামান, শফিকুল ইসলাম প্রমুখ। নেত্রকোনা : বাসন্তী রঙে রঙিন হয়ে উঠে শহরের মোক্তারপাড়া পাবলিক লাইব্রেরির বকুল তলা চত্বর। বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান পরিণত হয় নবীন-প্রবীণের মিলনমেলায়। এছাড়া শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। অনুষ্ঠিত হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ঝিনাইদহ : শহরের মর্নিং বেল চিল্ড্রেন একাডেমী স্কুলের আয়োজনে স্কুলমাঠে অনুষ্ঠিত হয় পিঠামেলা। এতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা বিভিন্ন ধরনের পিঠার স্টল সাজিয়ে বসেন।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
বসন্তে রঙিন সারা দেশ
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর