প্রকৃতিকে রাঙিয়ে ঋতুরাজ বসন্তের আগমন ঘটেছে গতকাল। ঋতুরাজকে বরণ করে নিয়ে সারা দেশে ছিল নানা আয়োজন। যার মধ্যে ছিল— শোভাযাত্রা, চিত্রাংকন প্রতিযোগিতা, গান, নৃত্য। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদর খবর— বগুড়া : শহরের মালতিনগরে, জলেশ্বরীতলা, আজিজুল হক কলেজ, পৌর পার্কে বসন্ত বরণ উৎসবে ছিল মানুষের ঢল। বিকালে ‘আমরা কজন শিল্পী গোষ্ঠি’ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আব্দুস সামাদ পলাশের সভাপতিত্বে নৃত্যানুষ্ঠান ‘বসন্ত বাতাসে’ অনুষ্ঠিত হয়। বসন্ত গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন খেয়া, অন্তি, মুমু প্রমুখ। শেরপুর : শহরের মডেল গার্লস ডিগ্রি কলেজের আয়োজনে কলেজচত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রা উদ্বোধন করেন পৌরমেয়র গোলাম কিবরিয়া লিটন। শোভাযাত্রা শেষে সমাপনি বক্তৃতা করেন জেলা প্রশাসক। পরে পৌর কার্যালয়ের অডিটরিয়ামে আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। নওগাঁ : শহরের সমবায় চত্বর মাঠে আয়োজন করা হয় বসন্তবরণ উৎসব। গান আর নৃত্যের তালে বরণ করে নেয় ঋতুরাজকে। একক সঙ্গীত পরিবেশন করেন শিল্পী শম্পা ভট্টাচার্য ও মোসাদ্দেক হোসেন। এছাড়া সমবায় চত্বর মাঠে বসে কয়েকটি পিঠার স্টল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ সদর আসনের এমপি ও জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল মালেক। সভাপতিত্ব করেন আমিনুর রহমান। লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর সরকারি কলেজ প্রাঙ্গণে আনন্দ উচ্ছ্বাসে দিনটি বরণ করে নেওয়া হয়। গানের সুর, নৃত্যের তাল আর বাদ্যের ঝংকারে মুখরিত হয় পুরো ক্যাম্পাস। উৎসব ঘিরে ২০টি স্টলে পিঠা নিয়ে বসে মেলা। অনুষ্ঠানে মাইন উদ্দিন পাঠানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক নাট্যসংস্থার (আইটিআই) সভাপতি রামেন্দু মজুমদার। পঞ্চগড় : সকালে সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে বের হওয়া শোভাযাত্রায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী ও শিক্ষার্থীরা অংশ নেন। পরে অডিটরিয়াম চত্বরে আলোচনা সভায় বক্তৃতা করেন নাঈমুজ্জামান মুক্তা, আখতারুজ্জামান, শফিকুল ইসলাম প্রমুখ। নেত্রকোনা : বাসন্তী রঙে রঙিন হয়ে উঠে শহরের মোক্তারপাড়া পাবলিক লাইব্রেরির বকুল তলা চত্বর। বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান পরিণত হয় নবীন-প্রবীণের মিলনমেলায়। এছাড়া শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। অনুষ্ঠিত হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ঝিনাইদহ : শহরের মর্নিং বেল চিল্ড্রেন একাডেমী স্কুলের আয়োজনে স্কুলমাঠে অনুষ্ঠিত হয় পিঠামেলা। এতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা বিভিন্ন ধরনের পিঠার স্টল সাজিয়ে বসেন।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
বসন্তে রঙিন সারা দেশ
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর