প্রকৃতিকে রাঙিয়ে ঋতুরাজ বসন্তের আগমন ঘটেছে গতকাল। ঋতুরাজকে বরণ করে নিয়ে সারা দেশে ছিল নানা আয়োজন। যার মধ্যে ছিল— শোভাযাত্রা, চিত্রাংকন প্রতিযোগিতা, গান, নৃত্য। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদর খবর— বগুড়া : শহরের মালতিনগরে, জলেশ্বরীতলা, আজিজুল হক কলেজ, পৌর পার্কে বসন্ত বরণ উৎসবে ছিল মানুষের ঢল। বিকালে ‘আমরা কজন শিল্পী গোষ্ঠি’ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আব্দুস সামাদ পলাশের সভাপতিত্বে নৃত্যানুষ্ঠান ‘বসন্ত বাতাসে’ অনুষ্ঠিত হয়। বসন্ত গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন খেয়া, অন্তি, মুমু প্রমুখ। শেরপুর : শহরের মডেল গার্লস ডিগ্রি কলেজের আয়োজনে কলেজচত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রা উদ্বোধন করেন পৌরমেয়র গোলাম কিবরিয়া লিটন। শোভাযাত্রা শেষে সমাপনি বক্তৃতা করেন জেলা প্রশাসক। পরে পৌর কার্যালয়ের অডিটরিয়ামে আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। নওগাঁ : শহরের সমবায় চত্বর মাঠে আয়োজন করা হয় বসন্তবরণ উৎসব। গান আর নৃত্যের তালে বরণ করে নেয় ঋতুরাজকে। একক সঙ্গীত পরিবেশন করেন শিল্পী শম্পা ভট্টাচার্য ও মোসাদ্দেক হোসেন। এছাড়া সমবায় চত্বর মাঠে বসে কয়েকটি পিঠার স্টল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ সদর আসনের এমপি ও জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল মালেক। সভাপতিত্ব করেন আমিনুর রহমান। লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর সরকারি কলেজ প্রাঙ্গণে আনন্দ উচ্ছ্বাসে দিনটি বরণ করে নেওয়া হয়। গানের সুর, নৃত্যের তাল আর বাদ্যের ঝংকারে মুখরিত হয় পুরো ক্যাম্পাস। উৎসব ঘিরে ২০টি স্টলে পিঠা নিয়ে বসে মেলা। অনুষ্ঠানে মাইন উদ্দিন পাঠানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক নাট্যসংস্থার (আইটিআই) সভাপতি রামেন্দু মজুমদার। পঞ্চগড় : সকালে সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে বের হওয়া শোভাযাত্রায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী ও শিক্ষার্থীরা অংশ নেন। পরে অডিটরিয়াম চত্বরে আলোচনা সভায় বক্তৃতা করেন নাঈমুজ্জামান মুক্তা, আখতারুজ্জামান, শফিকুল ইসলাম প্রমুখ। নেত্রকোনা : বাসন্তী রঙে রঙিন হয়ে উঠে শহরের মোক্তারপাড়া পাবলিক লাইব্রেরির বকুল তলা চত্বর। বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান পরিণত হয় নবীন-প্রবীণের মিলনমেলায়। এছাড়া শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। অনুষ্ঠিত হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ঝিনাইদহ : শহরের মর্নিং বেল চিল্ড্রেন একাডেমী স্কুলের আয়োজনে স্কুলমাঠে অনুষ্ঠিত হয় পিঠামেলা। এতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা বিভিন্ন ধরনের পিঠার স্টল সাজিয়ে বসেন।
শিরোনাম
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ