বৃহস্পতিবার, ৩ মে, ২০১৮ ০০:০০ টা

হাসপাতালের ডাস্টবিনে নবজাতক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের ডাস্টবিন থেকে ভেসে আসছিল নবজাতকের কান্না। কান্নার শব্দ শুনে এগিয়ে যান হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক বাবুল। তিনি কাঁথায় মোড়ানে শিশুটিকে উদ্ধার করে জরুরী বিভাগে নিয়ে যান। কতর্বরত চিকিৎসক তাকে হাসপতালে ভর্তি রাখে। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে। বাবুল ওই রাতেই তার বোনকে ফোন করে বাড়ি থেকে এনে শিশুটির দেখাশোনার দায়িত্ব দেয়। বর্তমানে নবজাকটি শঙ্কামুক্ত। অনেকেই দত্তক নিতে চাচ্ছেন তাকে। বাবুল মিয়া জানান, তার বোন শিশুটির আপাতত দায়িত্ব নিয়েছে। শিশুটির জন্য সে সবকিছুই করবে। সদর হাসপাতালের চিকিৎসক শওকত হোসেন বলেন, ‘শিশুটি সুস্থ হলে সরকারি নিয়ম মতে তাকে হস্তান্তর করা হবে।

সর্বশেষ খবর