শনিবার, ২৩ জুন, ২০১৮ ০০:০০ টা

গোপালগঞ্জে নজরুল সম্মেলন শুরু

গোপালগঞ্জ প্রতিনিধি

র‌্যালি ও সম্মেলন উদ্বোধনের মধ্য দিয়ে গোপালগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন শুরু হয়েছে। গতকাল সকাল পৌনে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সম্মেলন স্থল শেখ মনি স্মৃতি মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে কবি কাজী নজরুল ইসলামের পৌত্রি ও কবি নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের সদস্য খিল খিল কাজী বেলুন ও পায়রা উড়িয়ে র‌্যালি ও সম্মেলনের উদ্বোধন করেন। র‌্যালিতে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান, কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী  পরিচালক আবদুর রাজ্জাক ভূঞা, উপ-পরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানসহ সরকারি বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ, সাংস্কৃতিক সংগঠনের নেতারা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

বিকালে আলোচনা সভা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকা ও স্থানীয় শিল্পীরা অংশ নেন।

সর্বশেষ খবর