Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
আপলোড : ১৪ নভেম্বর, ২০১৮ ২৩:১৭

সড়কে গাছ ফেলে ৭ ট্রাকে ডাকাতি

সাভার প্রতিনিধি

সড়কে গাছ ফেলে ৭ ট্রাকে ডাকাতি

ঢাকার সাভারে সড়কে গাছ ফেলে মাছ বোঝাই ট্রাকে ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় চালক-মাছ ব্যবসায়ীদের টাকা পয়সা লুট করে ডাকাত দল। মঙ্গলবার দিবাগত রাতে সিএন্ডবি-আশুলিয়া সড়কের অরুণা পল্লী এলাকায় এ ঘটনা ঘটে।

মাছ ব্যবসায়ী তোফাজ্জল জানান, রাজশাহীর বাঘমারা থেকে ট্রাকে মাছ নিয়ে রাজধানীর মিরপুর যাওয়ার পথে সাভার এলাকায় সড়কে গাছ পড়ে থাকতে দেখেন তারা। এ সময় সাতটি ট্রাক থামালে একদল ডাকাত ট্রাকগুলোতে হানা দেয়। চালক-ব্যবসায়ীদের মারধর করে ছিনিয়ে নেয় টাকাপয়সা। একপর্যায়ে সাভার থানা পুলিশের টহল টিম ঘটনাস্থলে পৌঁছলে পালিয়ে যায় তারা। সাভার মডেল থানার ওসি আব্দুল আউয়াল জানান, সাভারের সিএন্ডবি সড়কের অরুণা পল্লী এলাকায় সড়কে মধ্যে গাছ ফেলে ডাকাতির চেষ্টা করে একদল দুর্বৃত্ত। এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি।


আপনার মন্তব্য