নাট-বল্টু থেকে শুরু করে সব ধরনের যন্ত্রাংশ এমনকি রেলের অত্যাধুনিক কোচও তৈরি সম্ভব সৈয়দপুর রেল কারখানায়। প্রতিষ্ঠার পর ১৯৬৬ সালে এ কারখানায় নতুন কোচ তৈরি হয়েছিল। এরপর থেকে এখানে বন্ধ রয়েছে কোচ নির্মাণ কার্যক্রম। বর্তমানে শুধু পুরাতন কোচ মেরামত করা হয়। সম্ভাবনাময় এ রেলওয়ে কারখানাটি আধুনিকায়ন হলে উৎপাদন বাড়বে চার গুণ। কারখানাকে কেন্দরল কারখানা প্রতিষ্ঠিত হয়। এখানে মেরামত করা হতো যাত্রীবাহী কোচ, ওয়াগন। তৈরি হতো রেলওয়ের খুচরা যন্ত্রপাতি। ১৯৯২ সালের আগেও ৭ হাজার ৩৫৬ জন শ্রমিক এখানে কর্মরত ছিলেন। ১৯৯৩ সালে ৫৬৭ জন শ্রমিককে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে বিদায় দেওয়া হয়। আর জনবল সংকোচন নীতিমালার আওতায় জনবল অর্ধেক কমিয়ে আনা হয় তিন হাজার ১৭১ জনে। পর্যায়ক্রমে দক্ষ শ্রমিকরা অবসরে যাওয়ায় এখন কর্মরত আছেন মাত্র এক হাজার ১১০ জন। নিয়োগ দেওয়া হয়নি নতুন কোনো শ্রমিক। শ্রমিক সংকটে ব্যাহত হচ্ছে উৎপাদন। পর্যাপ্ত বরাদ্দ পেলে এ কারখানায় অত্যাধুনিক কোচ তৈরিও সম্ভব। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সম্ভাবনাময় এ কারখানার অবস্থা বর্তমানে নাজুক। অর্ধেকের বেশি মেশিনারিজের বয়স ২০ বছরেরও অধিক। আধুনিক মেশিনারিজ না থাকার কারণে হাজার বছরের পুরনো মেশিন দিয়ে কোনো রকমে চলছে কার্যক্রম। মেয়াদোত্তীর্ণ এ সব মেশিন দিয়ে কাজ করতে গিয়ে প্রায়ই বিপদে পড়তে হচ্ছে শ্রমিকদের। সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক কুদরত ই-খুদা বলেন, ‘দেশের বৃহত্তর এ রেলওয়ে কারখানাটি আধুনিকায়ন করতে প্রয়োজন দক্ষ জনবল নিয়োগ, পর্যাপ্ত বাজেট, কাঁচামাল ও আধুনিক যন্ত্রপাতি।’
শিরোনাম
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
নাট-বল্টু থেকে অত্যাধুনিক কোচ সবই তৈরি সম্ভব
সৈয়দপুর রেল কারখানা
নীলফামারী প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর