বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ নিহত ৫

প্রতিদিন ডেস্ক

পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ পাঁচজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের খবর- গোপালগঞ্জ : আবীর হোসেন (৭) নামে এক শিশু নিহত হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুরে গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবীর হরিদাসপুর আদর্শপাড়া গ্রামের কালা সিকদারের ছেলে ও হরিদাসপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। নাটোর : লালপুরে পিতার অটোর নিচে চাপা পড়ে জাকিয়া সুলতানা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাবা-মাসহ তিনজন আহত হয়েছেন। লালপুর উপজেলার কসাইপাড়া মোড়ে গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকিয়া মোহরকয়া নতুনপাড়ার হোসেনের মেয়ে ও শিশু শ্রেণির ছাত্রী ছিল। নওগাঁ : রানীনগরে গতকাল ট্রাক্টরচাপায় হারেজ আলী ম-ল (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ সময় তোরাব আলী নামে একজন গুরুত্বর আহত হয়েছেন। নিহত হারেজ রানীনগর উপজেলার পূর্ব বালুভরা গ্রামের বাসিন্দা। গাইবান্ধা : সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আরেক মোটরসাইকেল আরোহী লুচি বেগম নিহত ও চালক ছেলে রিমন মিয়া আহত হয়েছেন। লুচি বেগম সুন্দরগঞ্জ উপজেলার ছিলামনি গ্রামের লিটনের স্ত্রী। কুমিল্লা : নগরীতে বাস-অটোরিকশা সংঘর্ষে সায়েব আলী (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও তিনজন। নগরীর কচুয়া চৌমুহনী এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। সায়েব আলী কুমিল্লা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের প্লান্ট অপারেটর ছিলেন।

সর্বশেষ খবর