বুধবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

অনন্য দৃষ্টান্ত স্বাস্থ্যসেবায়

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়ার উপজেলা স্বাস্থ্য কম্পেক্সের সেবিকারা স্বাস্থ্যসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। নিজেদের উদ্যোগে অগ্নিদগ্ধ পরিচয়হীন এক মানসিক প্রতিবন্ধীকে এক মাস সেবা দিয়ে প্রায় সারিয়ে তুলেছেন তারা। হাসপাতাল সূত্রে জানা যায়, মানসিক প্রতিবন্ধী ওই নারী তেঁতুলিয়া বাজারের ফুটপাতে থাকতো। এক বছর ধরে বাজারের বিভিন্ন দোকানের বারান্দা, ফুটপাত ও রাস্তায় ঘুমাতো সে। প্রচন্ড শীতে গত ১৬ জানুয়ারি রাতে ফুটপাতে আগুন পোহাতে গিয়ে পুরো শরীর পুড়ে যায়। হাসপাতালের ইনডোর ইনচার্জ মেহেরুন আক্তার জানান, স্থানীয় কয়েক যুবক ওই নারীকে অচেতন অবস্থায় হাসপাতালের সামনে রেখে চলে যায়। ডিউটিরত সেবিকারা তাকে তাৎক্ষণিক ভর্তি করে সেবা দেওয়া শুরু করেন। পরবর্তীতে সেবিকারা নিজেদের উদ্যোগে তার সেবা শুরু করেন। মেহেরুন আক্তার জানান, ওই নারী নিজ হাতে খেতে পারে না। আমরা পালাক্রমে তাকে খাওয়াচ্ছি। টয়লেট ও অন্যান্য সেবা দিচ্ছি। ২৪ জন সেবিকা নিজেদের পয়সায় তাঁকে ডিম, দুধ, ফলমূলসহ পুষ্টিকর খাবার দিচ্ছি। এক মাসের চিকিৎসা ও সেবায় তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেছেন।

সর্বশেষ খবর