বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

যাত্রীদের বেঁধে অটো ছিনতাই

কুমিল্লা প্রতিনিধি

মুরাদনগর উপজেলায় সোনাকান্দা দরবার শরিফের বার্ষিক ওয়াজ ও ছাওয়াব মাহফিল থেকে ফেরার পথে ডাকাতের কবলে পড়েছেন একদল ভক্ত। ডাকাতদল সবার হাত-পা বেঁধে তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশা ছিনিয়ে নেয়। লুট করে মোবাইল ফোন, নগদ টাকা। ডাকাতের মারধরে আহত হয়েছেন ছয়জন। উপজেলার খামার পাড়-দিঘিরপাড় সড়কের কাউন্নামোরী নামক স্থানে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেনÑ সরু মিয়া, আব্দুল আলীম, বারেক মেম্বার, সফিক, জয়নাল আবেদিন ও রাফি। অটোরিকশা চালক সরু মিয়ার ছেলে নাইমুল হক জানান, বাবা অটোরিকশায় মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণপাড়া থেকে পাঁচজনকে নিয়ে মুরাদনগরের সোনাকান্দা দরবার শরিফের যান। মাহফিল থেকে রাতে বাড়ি ফেরার পথে একদল ডাকাত সড়কে কাঠের চৌকি ফেলে গাড়ির গতিরোধ করে আরোহীদের হাত-পা বেঁধে ফেলে। তারা মারধর করে যাত্রীদের সঙ্গে থাকা টাকা, মোবাইল ফোন ও অটেরিকশাটি নিয়ে যায়।

 মুরাদনগর থানার ওসি জানান, বিষয়টি শুনেছি। লিখিতভাবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর