Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : শনিবার, ১৬ মার্চ, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ১৫ মার্চ, ২০১৯ ২১:৪২

বৃক্ষ শিশু রিপনের চিকিৎসা বন্ধ

পীরগঞ্জ প্রতিনিধি

বৃক্ষ শিশু রিপনের চিকিৎসা বন্ধ
রিপন

পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে বন্ধ হয়ে গেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৃক্ষ শিশু রিপনের (১১) চিকিৎসা। ছয় মাস ধরে সে বাড়িতেই অবস্থান করছে। চিকিৎসা বন্ধ থাকায় হাত-পায়ের ‘শিকড়’ আরও বেড়ে যাচ্ছে। শিশুটির মা গোলাপী রানী জানান, ছয় মাস আগে হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়িতে আসে রিপন। এসে কেটগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছে। তার অভিযোগ, ঢাকার হাসপাতালে প্রথম ভালোই চিকিৎসা করাচ্ছিল। পরে আর চিকিৎসা করেনি। শুধু বসায় রাখে। আমাদের মতো গরিব মানুষের পক্ষে তো সব খরচ চালানো সম্ভব না।


আপনার মন্তব্য