শনিবার, ৮ জুন, ২০১৯ ০০:০০ টা

ঈদের দিনে সেতুর দাবিতে মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি

আশ্বাস আর আশ্বাসে দীর্ঘদিন পার হলেও আত্রাই নদীতে আজও সেতু হলো না। বীরগঞ্জসহ পঞ্চগড়, ঠাকুরগাঁও ও নীলফামারীর কয়েক লক্ষাধিক মানুষ পারাপারে চরম দুর্ভোগ পোহাচ্ছে। তাই সেই এলাকার সাধারণ মানুষ ঈদের আনন্দের দিনেও দাবি তুলে আত্রাই নদীর উপর ঝাড়বাড়ী-জয়গঞ্জ খেয়াঘাটে সেতুর দাবিতে নদীর বালুচরে মানববন্ধন করে এলাকাবাসী। বুধবার ঈদের দিন বিকালে নদীর বালুচরে দিনাজপুরের বীরগঞ্জ ও খানসামা উপজেলার আত্রাই নদীর উপর জয়গঞ্জ খেয়াঘাটে সেতু নির্মাণের দাবীতে ঝাড়বাড়ী-জয়গঞ্জ খেয়াঘাটে সেতু বাস্তবায়ন কমিটি’র উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করে। বর্তমানে পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলা এবং বীরগঞ্জ উপজেলার শতগ্রাম, শিবরামপুর, নিজপাড়া, গোলাপগঞ্জ ও পলাশবাড়ী ইউপি’র বাসিন্দাদের পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা হয়ে বা বীরগঞ্জের দশমাইল হয়ে সৈয়দপুর শহর দিয়ে প্রায় ৪০ কিলোমিটার রাস্তা ঘুরে নীলফামারী যেতে হয়।

 কিন্তু জয়গঞ্জ খেয়াঘাটে সেতু নির্মিণ হলে ঠাকুরগাঁও  নীলফামারীর সঙ্গে সরাসরি যোগাযোগ হবে। এতে ৩০ কিলোমিটার রাস্তা কমে যাবে।

সর্বশেষ খবর