মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

কেটে দেওয়া হলো ১১ ছাত্রীর চুল

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে ১১ ছাত্রীর চুল জোর করে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষিকা ও দফতরির বিরুদ্ধে। জেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশে গতকাল অভিযোগ তদন্তে বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মশিউল আজম হিরক। দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। জানা যায়, ভেদরগঞ্জ উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলের অবস্থিত ডিএমখালী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়। গত বৃহস্পতিবার ওই বিদ্যালয়ের ১১ ছাত্রীর চুল কেটে দেয় বিদ্যালয়ের দফতরি কাম নৈশপ্রহরী জুমান। জুমান চুল কাটতে এলে ছাত্রীরা বারবার নিষেধ করে। কিন্তু প্রধান শিক্ষক দাঁড়িয়ে থেকে চুল কাটতে হুকুম দেন। দফতরি কাম নৈশপ্রহরী জুমান বলেন, ‘আমাকে প্রধান শিক্ষিকা চুল কাটতে বলেছেন। আমি বিদ্যালয়ে থাকা কাঁচি দিয়ে চুল কেটেছি।’ প্রধান শিক্ষিকা কাবেরী গোপ বলেন, ‘শিক্ষার পরিবেশ সুন্দর করতে আমি উপস্থিত থেকে দফতরিকে দিয়ে মেয়েদের চুল কেটেছি।'

সর্বশেষ খবর