শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

শোলাকিয়া রক্ষায় নানা কর্মসূচি

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ রক্ষায় আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল শোলাকিয়া ঈদগাহ সংলগ্ন চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চ এ কর্মসূচি ঘোষণা করে।

কর্মসূচির মধ্যে রয়েছে ১৪ সেপ্টেম্বর থেকে রাষ্ট্রপতি ও কিশোরগঞ্জের ছয়জন সংসদ সদস্যের সঙ্গে সাক্ষাৎ করে শোলাকিয়া ঈদগাহের ঐতিহ্য ও মর্যাদা রক্ষার দাবির যৌক্তিকতা তুলে ধরা, এ দাবির সমর্থনে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান, স্থানীয় বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সুধীজন ও আলেম সমাজের সঙ্গে মতবিনিময় এবং ধারাবাকিভাবে মানববন্ধন ও সভা-সমাবেশ করা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের আহ্বায়ক শেখ সেলিম কবীর। এ সময় এ দাবির যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র আবু তাহের মিয়া, শিক্ষাবিদ আবু খালেদ পাঠান, সাংস্কৃতিক কর্মী আবুল এহসান অপু, মাওলানা আবুল কাশেম জিহাদী, মাওলানা ইলিয়াস আমিনী, অধ্যাপক শফিকুল ইসলাম দুলাল, কামরুল হাসান মুকুল প্রমুখ।

 

সর্বশেষ খবর